মঙ্গলবার গুজরাটের আমদাবাদের একটি বিশেষ পিএমএলএ আদালত তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ এবং দলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলের বিরুদ্ধে অর্থ পাচার বিরোধী আইনে ফৌজদারি চার্জ গঠন করেছে। তারপরেই ইডির তরফে একটি প্রেস বিবৃতি জারি করে এবিষয়ে জানানো হয়েছে। এই নিয়ে এবার সরব হলেন সাকেত।
আরও পড়ুন: কেন মহিলাদের পদবি বদলাতে লাগে স্বামীর NOC? কেন্দ্রের জবাবে 'হতবাক' TMC সাংসদ
তৃণমূল সাংসদ বলেন, ‘গতকাল, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আমার বিরুদ্ধে দায়ের করা একটি পিএমএলএ মামলায় চার্জ গঠনের বিষয়ে একটি অদ্ভুত প্রেস রিলিজ জারি করেছে। একটি ৫০০ টাকার প্রতারণার মামলায় ইডি আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।’ সাকেত এক্স হ্যান্ডেলে ইডির প্রেস বিবৃতির প্রতিক্রিয়ায় আরও লিখেছেন, ‘চার্জ গঠন প্রতিটি বিচারের একটি অংশ। যেকোনও ক্ষেত্রেই একটি বিচার শুরু হতে পারে শুধুমাত্র অভিযোগ গঠনের পর। তবে অভিযুক্ত মানেই অপরাধী নয়। তবে একটি বিচারাধীন বিষয় নিয়ে কেন ইডি প্রেস বিবৃতি জারি করল তা স্পষ্ট নয়।’ একইসঙ্গে ইডির প্রেস বিবৃতিতে বিভ্রান্তিকর বলেও অভিযোগ করেছেন সাকেত।
তিনি জানান, ইডির মামলা এবং পিএমএলএ ধারা শুধুমাত্র একজন সাক্ষীর বিবৃতির উপর ভিত্তি করে। পিএমএলএ-র অধীনে ইডি মামলায় তাঁর বিরুদ্ধে করা অভিযোগটি ৫০০ টাকার প্রতারণার সঙ্গে সম্পর্কিত। ফলে এটা ক্রাউড ফান্ডের পরিমাণ কি না তা বোঝাতে ইডি ব্যর্থ হয়েছে। তিনি দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে ৫০০ টাকার প্রতারণার মামলা দায়ের করা হয়েছিল গুজরাটে ২০২২ সালে। এর জন্য ৬ মাস তাঁকে জেল খাটতে হয়েছে। তবে কেন্দ্রীয় এজেন্সি ইডি তখন তাঁর বিরুদ্ধে অর্থ তছরুপের মামলা করার সিদ্ধান্ত নেয়। সাকেত দাবি করেছেন তিনি নির্দোষ। তিনি বলেন, ‘আমার বিচারের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার জন্য কেন্দ্রীয় সংস্থাগুলিকে অপব্যবহার করা হচ্ছে।’
উল্লেখ্য, বিশেষ আদালত ফৌজদারি দণ্ডবিধির ৩০৯ ধারার অধীনে গোখলের আবেদনও প্রত্যাখ্যান করেছে, যেখানে আদালত তার বিরুদ্ধে নির্ধারিত অপরাধের মামলার সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত পিএমএলএ, ২০০২ এর কার্যক্রম স্থগিত রাখতে চেয়েছিল।