বাংলা নিউজ > ঘরে বাইরে > Saket Gokhale: জামিন পেলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র,মোদীকে নিয়ে টুইট করে গ্রেফতার

Saket Gokhale: জামিন পেলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র,মোদীকে নিয়ে টুইট করে গ্রেফতার

তৃণমূলের মুখপাত্র সাকেত গোখেল

গ্রেফতার হওয়ার পরে তৃণমূলের মুখপাত্র গোখলে জানিয়েছেন, ওরেভা কোম্পানির মালিক যাকে মৌরবি ব্রিজের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে গ্রেফতার করা হয়নি। কিন্তু আমাকে গ্রেফতার করা হল। এটা প্রহসন।

অবশেষে জামিন পেলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে। গুজরাটে মৌরবি ব্রিজের দুর্ঘটনা নিয়ে মোদীকে জড়িয়ে টুইট করেছিলেন তিনি। আর তারপরই তাকে গ্রেফতার করা হয়েছিল। জামিনের বিষয়টি জানিয়েছেন তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়েন।

টুইট করে রাজ্যসভার সদস্য ডেরেক ও ব্রায়েন লিখেছেন,আমেদাবাদে নির্ভীক সাকেত গোখলে জামিন পেয়েছেন। লিগাল টিমকে ধন্য়বাদ। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা লড়ার জন্য প্রস্তুত।গত সোমবার রাজস্থানে গুজরাট পুলিশ গ্রেফতার করেছিল সাকেত গোখলেকে।

মৌরবীতে ব্রিজ ভেঙে পড়েছিল। তা নিয়েই টুইট করেছিলেন সাকেত। সেখানে লেখা হয়েছিল প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে ৩০ কোটি খরচ হয়েছে। এনিয়ে সংবাদপত্রের কাটিং ও আরটিআইয়ের জবাব উল্লেখ করা হয়েছিল।

গোখেলের ওই টুইটে দুটি ছবি যুক্ত করা হয়েছিল। আসলে সেটি একটি সংবাদপত্রের কাটিং। সেটা আবার ডাক্স পটেল নামে একজনের টুইটারের হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছিল। পুলিশ এবার খতিয়ে দেখবে ওই পটেলের সঙ্গে গোখলের কোনও যোগ আছে কি না।

এদিকে ওই টুইটে উল্লেখ করা হয়েছিল যে আরটিআইয়ের মাধ্যমে জানা গিয়েছে, মোদীর মৌরবির দুর্ঘটনাস্থলে যাওয়ার জন্য সব মিলিয়ে ৩০ কোটি টাকা খরচ করা হয়েছিল। সেই টুইটকে ফেক বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে প্রেস ইনফর্মেশন ব্যুরো গত ১ ডিসেম্বর ফ্যাক্ট চেকের মাধ্যমে জানিয়েছে, এই দাবিটা একেবারে ভুয়ো। এই ধরনের কোনও আরটিআইয়ের জবাব দেওয়া হয়নি বলেও ফ্যাক্ট চেকের মাধ্যমে বলা হয়।

এদিকে গ্রেফতার হওয়ার পরে তৃণমূলের মুখপাত্র গোখলে জানিয়েছেন, ওরেভা কোম্পানির মালিক যাকে মৌরবি ব্রিজের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে গ্রেফতার করা হয়নি। কিন্তু আমাকে গ্রেফতার করা হল। এটা প্রহসন।

এদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এনিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত জামিন পেলেন সাকেত।

 

ঘরে বাইরে খবর

Latest News

নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন' মেয়েকে ২৫০কোটির বাংলো উপহার রণবীর-আলিয়ার, রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK RCB vs KKR: আউট হওয়ার ভয়ে কুঁকড়ে থাকতেন, গতবারের ‘ব্যর্থতা’ নিয়ে অকপট রাসেল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.