বাংলা নিউজ > ঘরে বাইরে > হিন্দুরা হোলি খেলছে, সেখানে মুসলমানদের যাওয়া উচিত নয়, নিদান সাংসদের

হিন্দুরা হোলি খেলছে, সেখানে মুসলমানদের যাওয়া উচিত নয়, নিদান সাংসদের

ফাইল ছবি : এএনআই (ANI)

পারস্পরিক ভ্রাতৃত্ব বজায় রাখা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

বিতর্কিত মন্তব্য সমাজবাদী পার্টির সাংসদ শফিকুর রহমানের। শব-এ-বরাত এবং হোলিতে পরিবেশ নষ্ট না করার বার্তা দিচ্ছিলেন তিনি। সেই সময়েই করে ফেলেন বেঁফাস মন্তব্য।

তিনি বলেন, 'হিন্দুরা যেখানে হোলি খেলছে, সেখানে মুসলমানদের যাওয়া অনুচিত।' মুসলমানদের রং খেলে বেরিয়ে পরিবেশ নষ্ট না করার আর্জি করেন তিনি। এর পাশাপাশি পারস্পরিক ভ্রাতৃত্ব বজায় রাখা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান শফিকুর রহমান।

এদিকে সমালোচকদের মতে, একে অপরের উত্সব, অনুষ্ঠানে অংশ নেওয়ার নামই ভারতবর্ষ। সেখানে একপক্ষ অপরপক্ষের অনুষ্ঠানে সাগ্রহে অংশ নেওয়ার উত্সাহই দেওয়া উচিত্। সমাজবাদী পার্টির পাল্টা দাবি, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ উত্সব পালনের স্বার্থেই এ কথা বলেছেন তিনি। এর মধ্যে ধর্মীয় অভিসন্ধি খোঁজা অর্থহীন।

মুসলমানদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন শফিকুর রহমান। এবার দোল, জুমার নমাজ এবং শব-এ-বরাত একই দনে পড়েছে। এ বিষয়ে দুই দিন আগে, ইসলামিক সেন্টার অব ইন্ডিয়ার চেয়ারম্যান খালিদ রশিদ ফারাঙ্গি মাহলি ইমাম ইদগাহ একটি বিজ্ঞপ্তি জারি করেন। তাতে একে অপরের ধর্মীয় অনুভূতির মর্যাদা রাখা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়। যে সকল মসজিদে বেলা সাড়ে ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত জুমার নমাজ হয়, সেখানে নমাজের সময় ৩০ মিনিট বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

বন্ধ করুন