বাংলা নিউজ > ঘরে বাইরে > UP: উপনির্বাচনে ভরাডুবি সমাজবাদী পার্টির, খোঁচা ওয়াইসির,'অখিলেশের দল অকাজের'

UP: উপনির্বাচনে ভরাডুবি সমাজবাদী পার্টির, খোঁচা ওয়াইসির,'অখিলেশের দল অকাজের'

টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। (PTI Photo) (PTI)

সমাজবাদী পার্টিকে নিশানা করে টুইট আসাদউদ্দিন ওয়াইসির। তিনি লিখেছেন, রামপুর আর আজমগড়ের ফলাফল দেখিয়ে দিয়েছে বিজেপিতে পরাস্ত করার মতো ক্ষমতা সমাজবাদী পার্টির নেই। মুসলিমরা তাঁদের মূল্যবান ভোট এই ধরনের পার্টিকে দিয়ে নষ্ট করে কোনও লাভ নেই।

উত্তরপ্রদেশে উপনির্বাচনের ফলাফল বিজেপির অনুকূলে যেতেই এবার সমাজবাদী পার্টিকে নিশানা করে তীব্র খোঁচা দিলেন মিম প্রেসিডেন্ট আসাদউদ্দিন ওয়াইসি। তিনি সাফ জানিয়ে দেন রামপুর আর আজমগড়ের ফলাফল দেখিয়ে দিয়েছে, সমাজবাদী পার্টির ক্ষমতা নেই বিজেপিকে হারানোর।

বিজেপি প্রার্থী ঘনশ্যাম লোধি রামপুর আসনে জয়ী হয়েছেন। প্রায় ৪২ হাজার ভোটে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিয়েছেন। অন্যদিকে অভিনেতা, গায়ক দীনেশ লাল যাদব বিজেপির টিকিটে ৯০৬০ ভোটে জয়ী হয়েছেন।

এরপরই সমাজবাদী পার্টিকে নিশানা করে টুইট আসাদউদ্দিন ওয়াইসির। তিনি লিখেছেন, রামপুর আর আজমগড়ের ফলাফল দেখিয়ে দিয়েছে বিজেপিতে পরাস্ত করার মতো ক্ষমতা সমাজবাদী পার্টির নেই। মুসলিমরা তাঁদের মূল্যবান ভোট এই ধরনের পার্টিকে দিয়ে নষ্ট করে কোনও লাভ নেই। তাঁরা তাঁদের নিজস্ব স্বাধীন দল তৈরি করতে পারেন ও তাঁদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন।

এদিকে ভোটের ফলাফল নিয়ে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জানিয়েছেন, উপনির্বাচন ফলাফল দেখে এটা বোঝা যাচ্ছে মানুষের ডবল ইঞ্জিনে ভরসা রয়েছে। তিনি টুইট করে লিখেছেন, বিজেপির সফল নেতৃত্বের জেরে এই জয় সম্ভব হয়েছে। আমাদের কর্মীদের প্রচেষ্টা, ভালো প্রশাসন ও ডবল ইঞ্জিন সরকারের ফলাফল এই বিজয়।রামপুরের বাসিন্দাদের অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি।

এদিকে আজমগড় লোকসভা আসনটি এতদিন সমাজবাদী পার্টির ভরসাস্থল ছিল। কিন্তু সেই আসনও হতাশ করল সমাজবাদী পার্টিকে।

বন্ধ করুন