মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন জোট সরকারের সমর্থনে রয়েছেন ১৭০ জনের বেশি বিধায়ক, আস্থাভোটের আগে এমমনই দাবি জানালেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত।
শনিবার দুপুরে মহারাষ্ট্র বিধানসভায় গরিষ্ঠতা প্রমাণের জন্য আস্থাভোটের মুখোমুখি হতে চলেছে নবগঠিত মহা বিকাশ আঘাদি সরকার। এ দিন সকালে সঞ্জয় রাউত হিন্দিতে টুইট করেন, ‘গরিষ্ঠতা দিবস। ১৭০+++++। এমন কেউ নেই যে আমাদের হারাতে পারবে।’
২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় শিবসেনার দখলে রয়েছে ৫৬টি আসন। বিধানসভায় এনসিপির দখলে রয়েছে ৫৪টি আসন এবং কংগ্রেসের সংগ্রহে রয়েছেন ৪৪ জন বিধায়ক। সব মিলিয়ে মহা বিকাশ আঘাদির মোট বিধায়কের সংখ্যা আপাতত ১৫৪ জন যা সরকার গঠনের প্রয়োজনে গরিষ্ঠতা প্রমাণের জন্য ন্যূনতম নির্দিষ্ট ১৪৫ জনের চেয়ে বেশি। বিপক্ষে শিবসেনার প্রাক্তন জোটসহ্গী বিজেপির দখলে রয়েছে ১০৫টি আসন।
এ দিন দুপুরে বিধানসভার বিশেষ দুই দিনের অধিবেশনে আস্থাভোট অনুষ্ঠিত হতে চলেছে। রাজ্যপাল ভগত্ সিং কোশিয়ারি মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে বিধানসভায় গরিষ্ঠতা প্রমাণের জন্য ৩ ডিসেম্বর পর্যন্ত সময় ধার্য করেছেন।
শুক্রবার বিধানসবার প্রোটেম স্পিকার হিসেবে এনসিপি বিধায়ক দিলীপ ওয়ালসে পাটিলকে নিয়োগ করেন রাজ্যপাল কোশিয়ারি। তাঁর পৌরহিত্যেই এ দিন আস্থাভোট অনুষ্ঠিত হতে চলেছে। এর আগেও তিনি বিধানসবায় অধ্যক্ষের ভূমিকা পালন করেছেন।