বাংলা নিউজ > ঘরে বাইরে > Sanjay Raut on Shinde Group: ‘২০ বিদ্রোহীর সঙ্গে যোগাযোগ’, এবার শিন্ডে গোষ্ঠীতে ভাঙন ধরানোর ছক সঞ্জয় রাউতের

Sanjay Raut on Shinde Group: ‘২০ বিদ্রোহীর সঙ্গে যোগাযোগ’, এবার শিন্ডে গোষ্ঠীতে ভাঙন ধরানোর ছক সঞ্জয় রাউতের

একনাথ শিন্ডের সঙ্গে সঞ্জয় রাউত (ফাইল ছবি) (PTI)

ক্রমেই আরও শক্তিশালী হয়ে উঠছে শিন্ডে গোষ্ঠী। দলের দুই তৃতীয়াংশ সমর্থনের খুবই কাছে তারা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, শিন্ডের সঙ্গে বর্তমানে মোট ৩৪ জন শিবসেনা বিধায়ক রয়েছে গুয়াহাটির হোটেলে। তাছাড়া ৮ জন নির্দল বিধায়কও রয়েছে তাঁর সঙ্গে।

শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত বৃহস্পতিবার সকালে দাবি করলেন যে শিন্ডে গোষ্ঠীর ২০ বিধায়কের সঙ্গে যোগাযোগ করছে দল। বিদ্রোহীদের ভাঙিয়ে শিন্ডেকে ধাক্কা দিতেই এই ছক কষছেন দলের ‘সংকটমোচক’ নেতা। এদিকে সঞ্জয় রাউতের এই দাবির মাঝেও ক্রমেই আরও শক্তিশালী হয়ে উঠছে শিন্ডে গোষ্ঠী। দলের দুই তৃতীয়াংশ সমর্থনের খুবই কাছে তারা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, শিন্ডের সঙ্গে বর্তমানে মোট ৩৪ জন শিবসেনা বিধায়ক রয়েছে গুয়াহাটির হোটেলে। তাছাড়া ৮ জন নির্দল বিধায়কও রয়েছেন তাঁর সঙ্গে।

সূত্রের খবর আজ রাজ্যপালের কাছে নিজের সংখ্যার জোর দেখাতে পারেন একনাথ শিন্ডে। জানা গিয়েছে, দলের দুই তৃতীয়াংশ সমর্থন দেখাতে রাজ্যপালের সময় চেয়েছেন একনাথ। এরপর রাজ্যপাল উদ্ধব ঠাকরেকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে বলতে পারেন। উদ্ধব তা করতে ব্যর্থ হলে বিজেপির সঙ্গে মিলে সরকার গঠন করতে পারেন একনাথ শিন্ডে। বিদ্রোহী শিবসেনা বিধায়কদের নেতৃত্বে থাকা একনাথ শিন্ডে বলেছেন যে তিনি শিবসেনার ৫৫ জন বিধায়কের মধ্যে ৪২ জনের সমর্থন পাবেন। তাঁর কথায়, ’১৩ জন ছাড়া বাকি সবাই চলে আসবে।’

গতকাল চরম নাটকের মাঝেই একনাথ শিন্ডে নিজেই শিবসেনার উপর অধিকার দাবি করেছেন। উদ্ধব ঠাকরে গোষ্ঠীর জারি হুইপকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে নিজেই মুখ্য সচেতক নিয়োগ করেন একনাথ শিন্ডে। শিন্ডের দাবি, কংগ্রেস এবং এনসিপির সঙ্গে শিবসেনার অপ্রকৃতস্থ জোট ভেঙে বিজেপির সঙ্গে জোট গড়তে হবে। হিন্দুত্বের ইস্যুতে সুর চড়িয়েছেন শিন্ডে।

বিজেপির কাছে বর্তমানে ১০৬ জন বিধায়ক আছে। ২৮৭ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য বিজেপির প্রয়োজন আরও ৩৮ জন বিধায়ক। এই আবহে একনাথ শিন্ডেকে উপমুখ্যমন্ত্রীর পদ দেওয়ার প্রস্তাব দিয়েছে বিজেপি। আড়াই বছর আগে এই একই প্রস্তাব দেওয়া হয়েছিল অজিত পাওয়ারকেও। সূত্রের খবর, নয়া সরকার গঠন হলে শিন্ডে গোষ্ঠীকে ৯টি মন্ত্রক দিতে পারে বিজেপি।

ঘরে বাইরে খবর
বন্ধ করুন

Latest News

সব আত্মহত্যা প্ররোচনার জেরে হয় না-সুপ্রিম কোর্ট ‘কাশীর ভাই-বোনদের সেবা করতে প্রস্তুত’, আনুষ্ঠানিক নাম ঘোষণার পর বললেন মোদী শ্রেয়স কিন্তু রঞ্জি খেলতে অস্বীকার করেননি-তারকা ব্যাটারের পাশে দাঁড়ালেন গাভাসকর গরুর গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা, মৃত্যু আইআইটি রুরকির ২ ছাত্রের আপনার শিশুর ওজন বেড়েই চলেছে! রোগে পড়ার আগে জেনে নিন মুক্তির উপায় জেনারেলের টিকিট কেটে AC কোচে কেন? 'মহিলাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিলেন' TTE! স্বাস্থ্যসাথী কার্ডে জালিয়াতি রুখতে এবার কাজে লাগানো হবে AI ‘তৃণমূলের জন্য দরজা এখনও খোলা’, ফের বললেন জয়রাম রমেশ ‘কেউ ভয় দেখাচ্ছে না তো’ রুট মার্চে বেরিয়ে জানতে চাইল কেন্দ্রীয় বাহিনী 'আপনি মাথা ন্যাড়া করলেন না কেন…যখন আপনার…' মোদীকে অশোভন আক্রমণ লালুর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.