মারাঠা রাজনীতিতে ঝড় তুলেছেন একনাথ শিন্ডে। মুহূর্তে মুহূর্তে পট পরিবর্তন হচ্ছে সেখানে। এই আবহে এদিন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত ইঙ্গিত দিলেন যে মহারাষ্ট্রের বিধানসভা ভেঙে দেওয়া হতে পারে। তিনি এই নিয়ে টুইট করে লেখেন, মহারাষ্ট্রে চলমান রাজনৈতিক সঙ্কট বিধানসভা ভেঙে দেওয়ার দিকে যাচ্ছে। তাঁর এই টুইটে জোর জল্পনা শুরু হয় মহারাষ্ট্রের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। যদিও এই নিয়ে মহারাষ্ট্রের মন্ত্রী তথা এনসিপি নেতা ছগন ভূজবলকে প্রশ্ন করা হলে তিনি জানান, এই নিয়ে তাদের দলের সঙ্গে কোনও আলোচনা হয়নি শিবসেনার। তাই তিনি এই বিষয়ে কিছু জানেন না।
এর আগে এদিন সকালে সঞ্জয় রাউত দাবি করেন আজকে একনাথ শিন্ডের সঙ্গে তাঁর এক ঘণ্টা কথা হয়। তিনি বলেন, ‘একনাথ শিন্ডে আমাদের দলের অনেক পুরনো সদস্য। তিনি আমাদের বন্ধু, আমরা কয়েক দশক ধরে একসঙ্গে কাজ করেছি। একে অপরকে ছেড়ে যাওয়া আমাদের বা তাঁর জন্য সহজ নয়। আজ সকালে আমি তাঁর সঙ্গে এক ঘণ্টা কথা বলেছিলাম এবং পার্টি প্রধানকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে।’
উল্লেখ্য, এদিন সকালে গুজরাট ছেড়ে অসমে পাড়ি দেন একনাথ এবং তাঁর অনুগামীরা। সেখানে গুয়াহাটির ব়্যাডিসন ব্লু হোটেলে আছেন মহারাষ্ট্রের বিদ্রোহী বিধায়করা। সাংবাদিকদের এদিন সকালে একনাথ শিন্ডে বলেন, ‘শিবসেনা নেতৃত্বের বিরুদ্ধে আমাদের কোনও অভিযোগ নেই। আমরা মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছে আমাদের অভিযোগ তুলে ধরেছি। এনসিপি এবং কংগ্রেস মন্ত্রীদের সঙ্গে কাজ করা কঠিন হয়ে উঠছিল। তাদের মন্ত্রীদের কাছ থেকে আমাদের প্রস্তাব এবং কাজের অনুরোধ অনুমোদন করা আমাদের পক্ষে খুব কঠিন ছিল।’ একনাথ আরও দাবি করেন যে তাঁর সঙ্গে ৪৬ জন বিধায়ক আছেন। এই আবহে শিবসেনার অস্তিত্ব সংকটের মুখে।