সব কর্মীদের সপ্তাহে অন্তত ৯০ ঘণ্টা কাজ করা উচিত বলে দাবি করেছিলেন লার্সেন অ্য়ান্ড টুব্রো সংস্থার চেয়ারম্যান এসএন সুব্রহ্মণ্যন। শুধু তাই নয়, তাঁর বক্তব্য ছিল, 'কতক্ষণ নিজের বউয়ের দিকে তাকিয়ে থাকবেন? রবিবারও অফিসে গিয়ে কাজ করা উচিত।' আর তাঁর এই মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় উঠেছে কর্পোরেট বিশ্বে। এই বিতর্কে এবার ঝাঁপ দিলেন সিইএসসি, আইপিএল দল লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। তিনি নিজের স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখলেন, 'স্ত্রীর থেকে মূল্যবান কেউ নন। আমি অনন্তকাল তাঁর দিকে তাকিয়ে থাকতে পারি।'
এপর নাম না করে এসএন সুব্রহ্মণ্যনকে কটাক্ষ করে সঞ্জীব গোয়েঙ্কা নিজের পোস্টে লেখেন, 'নিজের স্ত্রীর মূল্য যাঁরা বোঝেন না, তাঁদের জন্যে খারাপ লাগছে আমার।' তাঁর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে কোনও এক অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে হাসছেন সঞ্জীব গোয়েঙ্কা। এই নিয়ে পোস্টের তলায় বিভিন্ন কমেন্টও পোস্ট হয়েছে। কেউ গোয়েঙ্কাকে 'ট্রোল' করার চেষ্টা করেছেন। কেউ আবার তাঁকে সমর্থন করেছেন। শিবাং কৌশিক নামে একজন কমেন্ট করেছেন, 'এখন সঞ্জীব গোয়েঙ্কাও এলঅ্যান্ডটি-র প্রধানকে কটাক্ষ করছেন।' রমেশ জি আবার কমেন্টে লিখেছেন, 'মনে হচ্ছে আপনি নিজেকে হর্ষ গোয়েঙ্কার থেকে আলাদা প্রমাণ করার চেষ্টা করছেন।' বিবিন বহুরাজন আবার লিখেছেন, 'ইনি তো ট্রেন্ড অনুসরণ করে ভালো মানুষ হওয়ার চেষ্টা করছেন। তবে ধোনি এবং কেএল রাহুলের সঙ্গে আপনি কী করেছেন, তা আমরা ভুলব না।'
উল্লেখ্য, সম্প্রতি কর্মীদের সঙ্গে ভার্চুয়াল সাক্ষাৎ চলাকালীন সুব্রহ্মণ্যনকে প্রশ্ন করা হয়েছিল, কেন লার্সেন অ্য়ান্ড টুব্রোর মতো মাল্টি-বিলিয়ন ডলার মূল্যের একটি সংস্থা এখনও কর্মীদের শনিবার কাজ করাচ্ছে? তার জবাবে সুব্রহ্মণ্যন নাকি বলেছিলেন, 'আমার এটা ভেবে অনুশোচনা হচ্ছে যে আমি আপনাদের দিয়ে রবিবারও কাজ করাতে পারছি না। আমি যদি আপনাদের দিয়ে রবিবারও কাজ করাতে পারতাম, তাহলে আমি খুশি হতাম। কারণ, আমি রবিবার কাজ করি। বাড়িতে বসে আপনারা কী করবেন? কতক্ষণ নিজের বউয়ের দিকে তাকিয়ে থাকবেন? ধুর, অফিসে চলে যান। কাজ করুন।' এরপরই সুব্রহ্মণ্যন তাঁর এক অভিজ্ঞতা কর্মীদের সঙ্গে শেয়ার করে বলেন, 'একবার এক চিনা ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছিল। তিনি দাবি করেছিলেন, চিন অনায়াসেই আমেরিকাকে হারিয়ে দিতে পারে। কারণ, চিনারা সপ্তাহে ৯০ ঘণ্টা কাজ করেন। সেখানে মার্কিনিরা সপ্তাহে মাত্র ৫০ ঘণ্টা কাজ করেন। তাই আপনাকে যদি বিশ্বের সেরা হতে হয়, তাহলে প্রত্যেক সপ্তাহে ৯০ ঘণ্টা করে কাজ করতেই হবে। আপনারা সেটা শুরু করে দিন।' পরে সুব্রহ্মণ্যনের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্কের ঝড় ওঠে। এবং অনেক শিল্পপতি এই নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেন।