শাড়ি, মাছ থেকে ছাগল, বালিশ- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন থেকে এমনই সব বিভিন্ন জিনিস নিয়ে 'পালালেন' বিক্ষোভকারীদের একাংশ। সোশ্যাল মিডিয়ায় সেই সংক্রান্ত একাধিক ভিডিয়ো এবং ছবি (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ভাইরাল হয়ে গিয়েছে। বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবনের লেক থেকে মাছ নিয়ে পালিয়ে গিয়েছেন অনেকে। বালিশ, ছাগল, শাকসবজি, কাপ নিয়ে পালাতে দেখা গিয়েছে একাধিক ব্যক্তিকে। রীতিমতো হাসিমুখে পোজ দিতেও দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় আবার ভাইরাল একাধিক ভিডিয়োয় দেখা গিয়েছে যে গণভবনের মধ্যে রীতিমতো মাংস খাচ্ছেন কয়েকজন। যেন ‘ফিস্ট’ চলছে। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো দিয়ে কয়েকজন দাবি করেছেন যে গণভবনে হাসিনার রুমের বিছানায় জুতো পরে পা তুলে শুয়ে আছেন একজন।
আন্দোলনকারীদের দখলে গণভবন
বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সোমবার দুপুর তিনটে নাগাদ (স্থানীয় সময় অনুযায়ী) প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ঢুকে পড়েন আন্দোলনকারীরা। তারপর সেখানে চলে তাণ্ডব। সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, গণভবনে আন্দোলনকারীদের ঢল নেমেছে। যে যা পারছেন, তা নিয়ে চলে যাচ্ছেন। চেয়ার, টেবিল, সোফা নিয়েও পালানো হচ্ছে বলে একাধিক রিপোর্টে জানানো হয়েছে।
শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ছবিতে (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দাবি করা হয়েছে যে গণভবন থেকে মদের বোতল নিয়ে আসা হয়েছে। সেই ছবি পোস্ট করে নিজেকে বিএনপির সমর্থক হিসেবে দাবি করা এক ব্যক্তি বলেছেন, ‘দেখো আপা, কী খাইয়া ….. পড়ত।’ ভাইরাল ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দাবি করা হয়েছে যে গণভবনের সুইমিং পুলে নেমে পড়েছেন অনেকে।
আরও পড়ুন: Bangladesh Protest LIVE: ভারতে নামল হাসিনার বিমান, ‘রিসিভ’ করলেন IAF অফিসাররা- রিপোর্ট
ভারতে এসে গিয়েছেন হাসিনা
সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে যে বাংলাদেশি বায়ুসেনার পণ্যবাহী সি-১৩০ বিমানে চেপে গাজিয়াবাদের হিন্দন বায়ুঘাঁটিতে নেমেছেন হাসিনা। ভারতীয় বায়ুসেনার সি-১৭ এবং সি-১৩০জে সুপার হারকিউলিস বিমানের হ্যাঙ্গারের কাছে হাসিনার বিমান রাখা হয়েছে। তবে তিনি ভারতে থাকবেন নাকি ভারত থেকে অন্য কোথাও যাবেন, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।
বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন
বাংলাদেশ সেনার প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘ক্রান্তিকাল চলছে। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতাদের এখানে আমন্ত্রণ করেছিলাম। তাঁরা এখানে এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করব।’