তাঁর সঙ্গে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের ছবি নিয়ে নিম্নমানের রাজনীতি হচ্ছে। বিষয়টি নিয়ে মুখ খুলে এমনই প্রতিক্রিয়া দিলে কংগ্রেস নেতা শশী থারুর। তিনি বলেন, গত ১২ অক্টোবর মহুয়ার জন্মদিনের পার্টিতে তোলা ছবিগুলিকে একান্ত বৈঠক বলে দাবি করে কুকথা বলছেন অনেকে। আসলে মহুয়া তাঁর কাছে ‘শিশুর মতো’।
কেরলের কোট্ট্যামে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় প্রাক্তন ভারতীয় কূটনীতিক তথা কংগ্রেস নেতা শশী থারুর বলেন, ‘ওই শিশুটিরই জন্মদিন ছিল। আমার ওকে শিশু বলা উচিত নয়। কিন্তু ও আমার কাছে শিশুরই মতো। ও আমার থেকে ১০ – ২০ বছরের ছোট।’
তিনি আরও বলেন, ‘ওই পার্টিতে অন্তত ১৫ জন উপস্থিত ছিলেন। আমার বোনও আমন্ত্রিত ছিল। ছবি গুলি থেকে এডিট করে বাকিদের বাদ দিয়ে এমন ভাবে দেখানো হয়েছে যেন মহুয়ার সঙ্গে আমার কোনও গোপন বৈঠক হয়েছে। যারা এই ছবি নিয়ে কুমন্তব্য করছেন তাদের ভেবে দেখা উচিত, গোপন বৈঠক হলে ছবি তুলল কে?’
গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় শশী থারুর ও মহুয়া মৈত্রের কিছু ছবি ছড়ায়। এর পরই মহুয়ার বিরুদ্ধে টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ ওঠে।