বাংলা নিউজ > ঘরে বাইরে > Satellite crashing onto Earth: পৃথিবীর দিকে ধেয়ে আসছে 'মৃত' স্যাটেলাইট, কতটা ক্ষতি হবে মানুষের? জানাল NASA

Satellite crashing onto Earth: পৃথিবীর দিকে ধেয়ে আসছে 'মৃত' স্যাটেলাইট, কতটা ক্ষতি হবে মানুষের? জানাল NASA

পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি স্যাটেলাইট। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি)

ওই স্যাটেলাইট দীর্ঘদিন সূর্য নিয়ে গবেষণা চালিয়ে গিয়েছে। এবার সেই ‘মৃত’ স্যাটেলাইট পৃথিবীর দিকে ধেয়ে আসছে। উৎক্ষেপণের প্রায় ২১ বছর পরে পৃথিবীতে ওই স্যাটেলাইট ফিরে আসছে। যে স্যাটেলাইটের ওজন প্রায় ৩০০ কিলোগ্রাম।

আগামী কয়েক ঘণ্টার মধ্যে পৃথিবীর দিকে ছুটে আসবে নাসার একটি 'মৃত' স্যাটেলাইট। উৎক্ষেপণের প্রায় ২১ বছর পরে পৃথিবীতে ওই স্যাটেলাইট ফিরে আসছে। যে স্যাটেলাইটের ওজন প্রায় ৩০০ কিলোগ্রাম। তবে সেই স্যাটেলাইটের জেরে পৃথিবীতে তেমন কোনও ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই না জানিয়েছেন বিশেষজ্ঞরা।। তাঁদের বক্তব্য, বায়ুমণ্ডলে প্রবেশের পর ওই স্যাটেলাইটের বেশিরভাগটাই জ্বলে খাক হয়ে যাবে।

মার্কিন সেনার অনুমান, বুধবার রাত ৯ টা ৩০ মিনিট (ইস্টার্ন ডে'লাইট টাইম - EDT) নাগাদ পৃথিবীতে ফিরে আসতে পারে RHESSI স্যাটেলাইট (Reuven Ramaty High Energy Solar Spectroscopic Imager)। তবে সেই সময়টা একেবারে নিখুঁতভাবে বলা হয়নি। ১৬ ঘণ্টা আগে পৃথিবীতে আসতে পারে ওই RHESSI স্যাটেলাইট বা ১৬ ঘণ্টা পরও ওই স্যাটেলাইট পৃথিবীতে ফিরতে পারে। যে স্যাটেলাইট দীর্ঘদিন সূর্য নিয়ে গবেষণা চালিয়ে গিয়েছে।

আরও পড়ুন: Launch Video of ISRO's LMV3: ইতিহাস তৈরি ইসরোর, ৩৬টি স্যাটেলাইট নিয়ে সফল উৎক্ষেপণ দেশের সর্ববৃহৎ LVM3 রকেটের

ওই স্যাটেলাইট পৃথিবীর দিকে ধেয়ে আসায় কতটা প্রভাব পড়বে? মার্কিন মহাকাশ সংস্থা নাসার (ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন) তরফে জানানো হয়েছে, বায়ুমণ্ডলে প্রবেশ করার পর ওই স্যাটেলাইটের বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে যাবে। তবে কয়েকটি অংশ পুড়ে যাবে না বলে মনে করা হচ্ছে। নাসার তরফে বলা হয়েছে, ‘ওই স্যাটেলাইটের ফলে পৃথিবীতে কারও ক্ষতি হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম - ২,৪৬৭-র মধ্যে এক হতে পারে।’

আরও পড়ুন: Satellite images detected poo: স্যাটেলাইটে ধরা পড়ল বিষ্ঠার ছবি! তাই দেখে কাদের খোঁজ পেলেন বিজ্ঞানীরা

মার্কিন মহাকাশ সংস্থার তরফে জানানো হয়েছে, ২০০২ সাল থেকে কাজ শুরু করেছিল RHESSI স্যাটেলাইট। ২০১৮ সালে ১৬ অগস্ট সেই স্যাটেলাইট 'অবসরগ্রহণ' করেছে। কিন্তু প্রযুক্তিগত সমস্যা দেখা গিয়েছিল। ২০০২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত কাজ করেছে। সূর্যের বিভিন্ন তথ্য নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে গিয়েছে RHESSI স্যাটেলাইট।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন