বাংলা নিউজ > ঘরে বাইরে > বৃহস্পতির মুকুট পতন! সবচেয়ে বেশি উপগ্রহের তাজ শনির মাথায়

বৃহস্পতির মুকুট পতন! সবচেয়ে বেশি উপগ্রহের তাজ শনির মাথায়

সবচেয়ে বেশি উপগ্রহওয়ালা গ্রহ এখন শনি।

বৃহস্পতির উপগ্রহের সংখ্যা ৯৫। আর শনির উপগ্রহের সংখ্যা ১৪৫। আর এই সংখ্যা নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিকাল ইউনিয়ন। ‘দ্যা গার্ডিয়ান’ এর খবর অনুযায়ী, জানা যাচ্ছে, আপাতত শনির চারপাশে ঘুরে বেড়ানো এই উপগ্রহগুলির নামকরণ করা হবে।

‘সবচেয়ে বেশি উপগ্রহ’এর সংখ্যা নিয়ে এতকাল বৃহস্পতির দাপট ছিল সৌরজগতে সন্ধান পাওয়া গ্রহদের মধ্যে। তবে এবার বৃহস্পতির সেই তকমা কেড়ে নিয়ে সবচেয়ে বেশি উপগ্রহের সংখ্যা সম্পন্ন গ্রহ হল শনি। চলতি বছরের ফেব্রুয়ারিতেই ‘লিড’ নিয়ে নিয়েছে শনি। সেই মাসেই দেখা গিয়েছে, শনির আরও ৬২ টি উপগ্রহ রয়েছে। ফলে উপগ্রহের স্কোরের দিক থেকে পিছিয়ে গিয়েছে বৃহস্পতি!

বৃহস্পতির উপগ্রহের সংখ্যা ৯৫। আর শনির উপগ্রহের সংখ্যা ১৪৫। আর এই সংখ্যা নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিকাল ইউনিয়ন। ‘দ্যা গার্ডিয়ান’ এর খবর অনুযায়ী, জানা যাচ্ছে, আপাতত শনির চারপাশে ঘুরে বেড়ানো এই উপগ্রহগুলির নামকরণ করা হবে। তবে বিভিন্ন সংস্কৃতির দেব দেবী বা সাংস্কৃতিক বিষয়ের সঙ্গে জড়িত কোনও নামই এই নতুন খুঁজে পাওয়া উপগ্রহগুলি পাবে বলে জানা গিয়েছে। ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মহাকাশ বিজ্ঞানী বলছেন, 'শনির শুধু উপগ্রহের সংখ্যাই বাড়েনি, এটি সবচেয়ে বেশি উপগ্রহ সম্পন্ন গ্রহ হিসাবে উঠে আসছে।'

( মহিলাদের যৌনাঙ্গ থেকে বের হওয়া গন্ধ কি ভয়ের কিছু? যোনি নিয়ে কিছু তথ্য একনজরে)

( ৯ রাজ্যের ভোট আসছে! ২ টিতে সরকারে বিজেপি, ২ টিতে কংগ্রেস, রাজনৈতিক অঙ্ক একনজরে)

এই বিশিষ্ট বিজ্ঞানী উল্লেখ করেছেন, যে তাঁদের গবেষক দল নামকরণের জন্য প্রস্তাব সংগ্রহের ক্ষেত্রে কানাডিয়ান ইনুইট প্রবীণদের কাছ থেকে নির্দেশিকা চাইবে, যা পরবর্তীতে অনুমোদনের জন্য আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা ইউনিয়ন (IAU) এর কাছে উপস্থাপন করা যেতে পারে। অ্যাসেসিয়েটেড প্রেসের খবর অনুযায়ী শনি ও বৃহস্পতি সবচেয়ে বেশি উপগ্রহ সম্পন্ন গ্রহ। গবেষকরা বিশ্বাস করেন যে এই গ্রহগুলি বড় গ্রহের অবশিষ্টাংশ যা একে অপরের সাথে বা ধূমকেতু এবং গ্রহাণুর সাথে সংঘর্ষ হয়েছিল। একইভাবে ইউরেনাস এবং নেপচুনেও ঘটেছে বলে মনে করা হয়, কিন্তু পৃথিবী থেকে তাদের উল্লেখযোগ্য দীর্ঘ দূরত্বের কারণে, তাদের উপগ্রহ দেখা এবং অধ্যয়ন করার কাজটি আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে ওঠে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

 

বন্ধ করুন