বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘মোদী অহংকারী, কৃষি আইন নিয়ে আমার তাঁর সঙ্গে ঝগড়া হয়’, বিস্ফোরক সত্যপাল মালিক

‘মোদী অহংকারী, কৃষি আইন নিয়ে আমার তাঁর সঙ্গে ঝগড়া হয়’, বিস্ফোরক সত্যপাল মালিক

মেঘালয়ার রাজ্যপাল সত্যপাল মালিক (ফাইল ছবি) (HT_PRINT)

মেঘালয়ের রাজ্যপাল বলেন, ‘আমি যখন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তখন তাঁকে (মোদী) খুব অহংকারী মনে হয়েছে। আমি তখন তাঁর সঙ্গে ঝগড়া করেছিলাম।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক। বিগত প্রায় বেশ কয়েক মাস ধরেই বিজেপি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক সব মন্তব্য করে শিরোনামে রয়েছেন সত্যপাল মালিক। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার সরাসরি মোদীর বিরুদ্ধে মুখ খুললেন সত্যপাল মালিক। মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক প্রাথমিক ভাবে কৃষি আইন প্রত্যাহারের পর প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করলেও এবার সরাসরি প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যখন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তখন তাঁকে (মোদী) খুব অহংকারী মনে হয়েছে। আমি তখন তাঁর সঙ্গে ঝগড়া করেছিলাম।’ তিনি আরও বলেন, ‘অমিত শাহ মোদীকে নিয়ে বলেন, লোকেরা এর বুদ্ধি খেয়ে রেখেছে। আপনি নিশ্চিন্ত থাকুন।’ 

উল্লেখ্য, হরিয়ানার দাদরিতে কৃষকদের এক অনুষ্ঠানে যোগ দেন মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, এই অনুষ্ঠানে সত্যপাল মালিক বলেন যে তিনি যখন কৃষকদের ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান, তখন পাঁচ মিনিট ধরে তাঁর সঙ্গে মালিকের ঝগড়া হয়। সত্যপাল মালিক নাকি দাবি করেছেন তিনি মোদীকে বলেন, ‘আপনার জন্যই ৫০০ জন কৃষকের মৃত্যু হয়েছে। আর আপনি এখানে রাজার হালে আছেন।’ তারপর নাকি মোদী সত্যপাল মালিককে অমিত শাহের সঙ্গে দেখা করতে বলেন। মালিক দাবি করেন, ‘আমি যখন শাহের সঙ্গে দেখা করি তখন তিনি আমাকে বলেন, লোকেরা এর বুদ্ধি খেয়ে রেখেছে।’

শুধু তাই নয়, এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় সত্যপাল মালিক সরকারের কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রসঙ্গে বলেন, ‘প্রধানমন্ত্রী যা বলেছেন তা ছাড়া আর কী বলতে পারতেন? সত্যপাল মালিক বলেন যে তিনি রাজ্যপাল, মন্ত্রী, এমপি এবং বিধায়ক হয়েছেন। কিন্তু অবসর নেওয়ার পর তাদের থাকার মতো নিজস্ব বাড়ি নেই। তিনি দাবি করেন, সবসময় সততার সাথে কাজ করেছেন। এটাই তাঁর শক্তি। মালিক বলেছিলেন যে এই ক্ষমতার কারণেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ঝগড়া করতে পেরেছেন।

যদিও এই বিষয়ে হিন্দুস্তান টাইমসের তরফে সত্যপাল মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পুরো বিষয়টি উড়িয়ে দেন। তিনি বলেন, ‘আমি মোদীরে অহংকারী বলিনি। আমি বলতে চেয়েছি তিনি তাঁর অবস্থানে অনড় ছিলেন।’ পাশাপাশি সত্যপাল মালিক আরও বলেন যে অমিত শাহ নরেন্দ্র মোদীকে নিয়ে কোনও বাজে কথা বলেননি। তিনি (অমিত শাহ) শুধু বলেন, ‘ওনাকে (নরেন্দ্র মোদী) অনেকে অনেক কিছু বলছে। উনি পরে সব ঠিক ভাবে বুঝতে পারবেন।’  

বন্ধ করুন