বাংলা নিউজ > ঘরে বাইরে > Satyapal Malik: ‘পদ ছাড়ার পর পুলওয়ামা নিয়ে প্রশ্ন তুলেছি, এটা ভুল ’, সরব সত্যপাল মালিক

Satyapal Malik: ‘পদ ছাড়ার পর পুলওয়ামা নিয়ে প্রশ্ন তুলেছি, এটা ভুল ’, সরব সত্যপাল মালিক

সত্যপাল মালিক (HT) (HT_PRINT)

সত্যপাল মালিক বলেন, ‘এটা নিয়ে বলাটা ভুল হচ্ছে, যে আমি যখন পদে ছিলাম না, তখনই এই ইস্যু নিয়ে মুখ খুলেছি।’ রাজস্থানের সিকরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এই দাবি করেন সত্যপাল মালিক।

তিনি পুলওয়ামা হামলা নিয়ে প্রশ্ন তুলছেন, এমন দাবি করাটা ‘ভুল’, বলে দাবি করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। উল্লেখ্য, অভিযোগ, রাজ্যপালের পদ ছাড়ার পর ২০১৯ সালের পুলওয়ামা হামলা নিয়ে সত্যপাল মালিক প্রশ্ন তুলছেন বলে অভিযোগ ছিল। উল্লেখ্য, সত্যপাল মালিকের দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর প্রশ্ন, সত্যপাল মালিক জম্মু ও কাশ্মীরের রাজ্যপালের পদে থাকাকালীন কেন এই নিয়ে প্রশ্ন তোলেননি বলে ‘ইন্ডিয়া টুডে’ এর এক অনুষ্ঠানে পাল্টা প্রশ্ন তুলেছেন অমিত শাহ।

এদিকে, এই গোটা পর্বে সত্যপাল মালিক বলেন, ‘এটা নিয়ে বলাটা ভুল হচ্ছে, যে আমি  যখন পদে ছিলাম না, তখনই এই ইস্যু নিয়ে মুখ খুলেছি।’ রাজস্থানের সিকরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এই দাবি করেন সত্যপাল মালিক। প্রসঙ্গত, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে পুলওয়ামায় জওয়ানদের কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। সেই সময় জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল ছিলেন সত্যপাল মালিক। সদ্য তিনি বিস্ফোরক অভিযোগ তুলে দাবি করেছেন, পুলওয়ামা হামলা ছিল গোয়েন্দাদের ব্যর্থতা। এছাড়াও তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার তখন এয়ারক্রাফ্টে সেনা জওয়ানের যাতায়াত করতে দেয়নি। উল্লেখ্য, সদ্য সিবিআই এক মামলায় সত্যপাল মালিককে জেরা করার জন্য সমন পাঠিয়েছে। তারপরই সত্যপাল মালিকের এই বার্তা আসে। এদিকে, বিস্ফোরক দাবিতে সত্যপাল মালিক বলেন, নরেন্দ্র মোদী তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রকের গাফিলতি নিয়ে মুখ খুলতে বারণ করেন। যদিও নিজের দাবির পক্ষে কোনও তথ্য প্রমাণ করতে পারেননি সত্যপাল মালিক।

(‘সত্যি কথা বলার দাম…’, ১৯ বছর বসবাসের পর সাংসদ বাংলো ছাড়লেন রাহুল, খুললেন মুখ)

( এক 'তিলে' মরবে চুলের বহু সমস্যা! চুল ঝরা, খুশকি রুখতে এইভাবে বানান বিশেষ তেল)

এদিতে, ইন্ডিয়া টুডের এক অনুষ্ঠানে পৌঁছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন,' ক্ষমতায় যখন আপনি ছিলেন তখন কেন আপনার আত্মা জাগ্রত হল না, এই ধরনের মন্তব্যের বিশ্বাসযোগ্যতা কতটা তা জনগণ, সাংবাদিকদের দেখা উচিত,যদি এই সব সত্যি হয়, তাহলে যখন তিনি রাজ্যপাল ছিলেন, তখন কেন তিনি চুপ করে ছিলেন।' অমিত শাহ বলেন,'বিজেপির নেতৃত্বাধীন সরকার এমন কোনও কাজ করেনি, যা লুকিয়ে রাখা দরকার।' অমিত শাহ বলেন, ‘আমাদের সঙ্গ ছেড়ে দেওয়ার পর যদি কেউ কোনও মন্তব্য করেন, তাহলে সেই মন্তব্যগুলির মূল্যায়ন করা দরকার।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

 

 

 

 

 

 

বন্ধ করুন