বাংলা নিউজ > ঘরে বাইরে > Satyendra Jain Massage CCTV Footage: জেলে আরামে শুয়ে মালিশ পাচ্ছেন সত্যেন্দ্র জৈন! ভাইরাল দিল্লির মন্ত্রীর CCTV ফুটেজ

Satyendra Jain Massage CCTV Footage: জেলে আরামে শুয়ে মালিশ পাচ্ছেন সত্যেন্দ্র জৈন! ভাইরাল দিল্লির মন্ত্রীর CCTV ফুটেজ

জেলে শুয়ে মালিশ করাচ্ছেন আম আদমি পার্টি মন্ত্রী সত্যেন্দ্র জৈন (ভিডিয়ো - এএনআই/টুইটার)

প্রকাশিত ভিডিয়োতে দেখা গিয়েছে, সত্যেন্দ্র জৈনকে পা, মাথা এবং পিঠে মালিশ দেওয়া হচ্ছে।

দুর্নীতির অভিযোগে জেলে রয়েছেন আম আদমি পার্টি নেতা তথা দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র জৈন। তবে জেলেই ‘পাঁচতারা’ হোটেলের মতো আরামে দিন কাটছে তাঁর। অন্তত এমনই অভিযোগ করলেন বিজেপি নেতারা। সম্প্রতি এক সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। সেই ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, পায়ে মালিশ করাচ্ছেন সত্যেন্দ্র জৈন। কয়েকদিন আগেই তিহার জেলের সুপারিনটেনডেন্ট অজিত কুমারকে সাসপেন্ড করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে কারাবন্দি মন্ত্রীর প্রতি ভিআইপি আচরণের অভিযোগ উঠেছিল। এই আবহে এবার সামনে এল এই ভিডিয়ো।

প্রকাশিত ভিডিয়োতে দেখা গিয়েছে, সত্যেন্দ্র জৈনকে পা, মাথা এবং পিঠে মালিশ দেওয়া হচ্ছে। এই নিয়ে বিজেপি নেতা সেহজাদ পুনাওয়ালা টুইট বার্তায় লেখেন, ‘কারাগারে ভিভিআইপি আচরণ! কেজরিওয়াল কি এমন একজন মন্ত্রীকে রক্ষা করতে পারবেন? তাঁকে কি চাকরিচ্যুত করা উচিত নয়? এটি আম আদমি পার্টির আসল চেহারা দেখায়।’ এদিকে সাংবাদিক সম্মেলনে বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন, ‘আপনি (অরবিন্দ কেজরিওয়াল) দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য এবং ভিভিআইপি সংস্কৃতির অবসানের জন্য দল তৈরি করেছিলেন। কিন্তু এখানে একজন দুর্নীতিবাজ সব সুযোগ-সুবিধা পাচ্ছেন।’

এদিকে আম আদমি পার্টি দাবি করেন যে সত্যেন্দ্র জৈনের চিকিৎসার কারণে এই মালিশ দেওয়া হচ্ছে। দিল্লির ডেপুটি মুখ্যমন্ত্রী এই বিতর্কের আবহে পালটা বিজেপির সমালোচনা করে বলেন, ‘এভাবে কারও অসুস্থতার মজা ওড়ানো ঠিক নয়।’ এদিকে এর আগে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের নির্দেশে তদন্তের প্রেক্ষিতে তিহার জেলের সুপারকে সাসপেন্ড করা হয়েছিল। তবে সেই সময়ও আম আদমি পার্টি দাবি করেছিল, সত্যেন্দ্র জৈনকে কোনও ভিআইপি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না জেলে।

বন্ধ করুন