বাংলা নিউজ > ঘরে বাইরে > Saudi Arabia: মাদক সংক্রান্ত অপরাধের জন্য মাত্র ১০ দিনে ১২ জনের মৃত্যুদণ্ড কার্যকর সৌদি আরবে

Saudi Arabia: মাদক সংক্রান্ত অপরাধের জন্য মাত্র ১০ দিনে ১২ জনের মৃত্যুদণ্ড কার্যকর সৌদি আরবে

সৌদির যুবরাজ।

মাদকের কারবারের অভিযোগে প্রথমে ১০ জনকে বন্দি করা হয়। এরপর তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে ৩ জন পাকিস্তানের নাগরিক, ৪ জন সিরিয়া, ২ জন জর্ডান এবং ৩ জন সৌদি নাগরিক রয়েছ। এ বছর সৌদি আরবে মৃত্যুদণ্ডের সংখ্যা ২০২০-২১ সালের মিলিত সংখ্যাকে ছাড়িয়ে গিয়েছে।

নানা অজুহাতে সৌদি আরবে মৃত্যুদণ্ড অব্যাহত রয়েছে। মাদক সংক্রান্ত অপরাধের কারণে মাত্র ১০ দিনে ১২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব। যার মধ্যে অধিকাংশেরই তরবারি দিয়ে শিরচ্ছেদ করা হয়েছে। উল্লেখ্য, সৌদি আরবে মৃত্যুদণ্ড কমানোর নির্দেশ দিয়েছিলেন যুবরাজ মহম্মদ বিন সালমান। কিন্তু, এই ধরনের শাস্তি কমানোর প্রতিশ্রুতি দিলেও আদতে তা কার্যকর হয়নি। এর ফলে দেশটি এ বছর রেকর্ড মৃত্যুদণ্ড কার্যকর করার পথে রয়েছে। গত এক বছরে দেশটিতে মৃত্যুদণ্ডের সংখ্যা দ্বিগুণ বেড়েছে। চলতি বছরে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ১৩৮ জনের। অথচ গত বছর দেশটিতে মৃত্যুদণ্ডের ঘটনা ছিল ৬৯।

মাদকের কারবারের অভিযোগে প্রথমে ১০ জনকে বন্দি করা হয়। এরপর তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে ৩ জন পাকিস্তানের নাগরিক, ৪ জন সিরিয়া, ২ জন জর্ডান এবং ৩ জন সৌদি নাগরিক রয়েছ। এ বছর সৌদি আরবে মৃত্যুদণ্ডের সংখ্যা ২০২০-২১ সালের মিলিত সংখ্যাকে ছাড়িয়ে গিয়েছে বলে সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে মহম্মদ বিন সালমান বলেছিলেন, তাঁর প্রশাসন মৃত্যুদণ্ডের শাস্তি কমানোর চেষ্টা করেছে। শুধুমাত্র হত্যা বা হত্যার জন্য দোষী ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। ২০২০ সালে সৌদি আরব জামাল খাশোগি হত্যার পরে মৃত্যুদণ্ডের অবসান ঘটানোর জন্য আইন পরিবর্তনের প্রস্তাবও দিয়েছিল। সেক্ষেত্রে লঘু অপরাধের ক্ষেত্রে নরম হওয়ার আরও ইঙ্গিত দিয়েছিল সৌদি সরকার। মানবাধিকার সংস্থা রিপ্রিভ-এর পরিচালক মায়া ফোয়ার অভিযোগ, যুবরাজ মৃত্যুদণ্ড কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। অথচ শুধু মাত্র মাদক সংক্রান্ত অপরাধের জন্য মৃত্যুদণ্ড দিচ্ছেন। এটা যুবরাজের আগ্রাসন দৃষ্টিভঙ্গির পরিচয়।

বন্ধ করুন