এবার থেকে সৌদি আরবে হজ অথবা উমরাহ করার জন্য নারীদের আর পুরুষ অভিভাবকদের সঙ্গে যাওয়ার দরকার নেই। নারীরা এবার একাই হজ করতে যেতে পারবেন। কার্যত বৈপ্লবিক ঘোষণা সৌদি আরবে। আরবের হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রী তওকিফ বিন ফাওজান আল রাবিয়া এই ঘোষণা করেছেন। তিনি জানিয়ে দিয়েছেন, মহরম বা পুরুষ অভিভাবক ছাড়াই কোনও নারী হজ করতে যেতে পারবেন।
কায়রোতে একটি সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন তিনি। আসলে নারীদের হজ করতে যাওয়ার ক্ষেত্রে কোনও পুরুষ অভিভাবক প্রয়োজন কি না তা নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। সেই বিতর্কের অবসান করলেন মন্ত্রী।
এর পাশাপাশি তিনি জানিয়েছেন, বিশ্বের যেকোন প্রান্তে থাকা মুসলিমদের জন্য উমরাহ ভিসার জন্য কোনও সিলিং বা কোটা সিস্টেম নেই।যে কোনও ভিসাতে এলেই তাঁদের উমরাহ করতে দেওয়া যাবে।
আল রাবিয়া জানিয়েছেন, মক্কার বড় মসজিদ সম্প্রসারণের খরচ ইতিমধ্যেই বেড়ে প্রায় ২০০ বিলিয়ন সৌদি রিয়াল ছুঁয়ে ফেলেছে। এর সঙ্গেই তিনি জানিয়েছেন, হজ করার খরচ যাতে কিছুটা কমে সেকারণে চেষ্টা চালাচ্ছে মন্ত্রক। কারণ সকলেই যাতে হজ করতে আসতে পারেন সেটাই লক্ষ্য।
আরব নিউজের রিপোর্ট অনুসারে জানা গিয়েছে মন্ত্রী জানিয়েছেন, কোনও মহরম ছাড়াই অনেক নারী এখানে কাজ করতে আসেন। কিন্তু উল্লেখযোগ্য কোনও ঘটনা হয়নি। আসলে এখানকার নিরাপত্তাব্যবস্থাকে ধন্য়বাদ। যাঁরা মহরম ছাড়াই এখানে আসছেন সেই নারীদের এখানে কোনও ভয় নেই।