মঙ্গলবার সংসদে একের পর এক ইস্যুতে উত্তাল পরিস্থিতি দেখা যায়। জাতিজনগণনা নিয়ে এদিন লোকসভায় ভাষণে অনুরাগ ঠাকুর নাম না করে জাতি তুলে একটি মন্তব্য করেন, যার পরই পাল্টা রাহুল গান্ধী বলেন, ‘অনুরাগ ঠাকুর আমাকে অপমান করেছেন।’ এদিকে, বাজেট ২০২৪ নিয়ে তৃণমূলের সাংসদ সৌগত রায়ের সঙ্গে নির্মলা সীতারামনের সংঘাতও সংসদে দৃষ্টি আকর্ষণ করে। অর্থমন্ত্রী হিসাবে নির্মলার শিক্ষাগত যোগ্যতার সঙ্গে প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেসের মনমোহন সিং ও চিদাম্বরমের তুলনা করেন সৌগত রায়। এরপর পাল্টা জবাব দেন নির্মলাও।
সংসদে নির্মলা সীতারামনের বাজেট প্রসঙ্গ তুলে, অক্সফোর্ড, হার্ভার্ড ও দেশের জেএনইউ-এর মতো শিক্ষা প্রতিষ্ঠানের প্রসঙ্গ তোলেন সৌগত রায়। তিনি বলেন, ‘আমি আশা করি না অর্থমন্ত্রী… ডঃ মনমোহন সিংয়ের মতো হবেন। তিনি অক্সফোর্ড থেকে পিএইচডি নন। হার্ভার্ড থেকে ম্যানেজমেন্ট ডিগ্রি নেওয়া চিদাম্বরমের মতোও নন। তিনি আমাদের নিজস্ব জেএনইউ থেকে এসেছেন। কিন্তু সমস্যা হল তিনি নতুন ধারণা থেকে বঞ্চিত।’
এর জবাব দিতে গিয়ে নির্মলা সীতারামন বলেন, ‘অবশ্যই, আমিও মনমোহন সিংয়ের মতো হতেও চাই না।’ এরপর নির্মলা তোলেন বাংলার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কথা। নির্মলা বলেন, ‘পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তিনি কি নতুন ধারণা থেকে বঞ্চিত?’ পর পর তোপে নির্মলা তোলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। নির্মলা প্রশ্ন তোলেন, তাহলে কি দেশের শিক্ষা প্রতিষ্ঠানে পড়লে নতুন ধ্যানধারণা থেকে পিছিয়ে থাকতে হয়?
মমতার প্রসঙ্গ তুলে নির্মলা বলেন,' তিনি একজন যোদ্ধা যে এত বছর ধরে রাজ্যের নেতৃত্ব দিচ্ছেন। এর মানে কি এই যে, আপনি যদি ভারতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন, তাহলে আপনার ধারণা নেই?' নির্মলা তুলে ধরেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে কলেজ থেকে পাশ করেছেন, তা দেশের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কলেজ। নির্মলা পাল্টা প্রশ্ন করেন, ‘বাংলার মুখ্যমন্ত্রী হোক বা আমি, আমরা ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। বিশ্বের হার্ভার্ড এবং বিশ্বের অক্সফোর্ডের কাছে কোন দিক থেকে কম? ’
উল্লেখ্য, পেশাগত দিত থেকে সৌগত রায় একজন অধ্যাপক। তাঁকে নিশানা করে নির্মলা পাল্টা প্রশ্ন করেন, ‘ আমি এটা জিজ্ঞেস করতে চাই সেই পুরুষতান্ত্রিক অধ্যাপককে, যিনি মহিলাদের উপর আক্রমণ করছেন বলে মনে হচ্ছে…৷ তার চেয়েও খারাপ বিষয় এটা যে, তিনি ভারতীয় কলেজগুলির একটির একজন অধ্যাপক৷ ’যোগ্যতা নিয়ে আক্রমণের স্তর শানিয়ে নির্মলার পল্টা প্রশ্ন সৌগতকে,'তিনি হার্ভার্ডে পড়ান না। তিনি অক্সফোর্ডে পড়ান না। তিনি কি সমানভাবে যোগ্য নন? ভারতীয় বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক হয়েও আপনি এমন লোকদের হেয় করেন যাঁরা ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে যোগ্যতা অর্জন করেছেন। অধ্যাপক সৌগত রায়, দয়া করে লজ্জিত হন।'