বাংলা নিউজ > ঘরে বাইরে > Savarkar's Grandson accusation against Nehru: ‘এক মহিলার জন্য দেশভাগ করিয়েছিলেন ব্রিটিশ চর নেহরু’,অভিযোগ সাভারকরের নাতির

Savarkar's Grandson accusation against Nehru: ‘এক মহিলার জন্য দেশভাগ করিয়েছিলেন ব্রিটিশ চর নেহরু’,অভিযোগ সাভারকরের নাতির

ছবি সৌজন্যে, টুইটার @RahulGandhi)

রঞ্জিতের সাভারকরের অভিযোগ, ‘মাউন্টব্যাটেন লিখে গিয়েছেন যে তিনি ভারত ছেড়ে যাওয়ার পরও নেহেরু তাঁকে ১২ বছর ধরে প্রতিদিন রিপোর্ট পাঠাতেন।’

বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বক্তব্যের জেরে তেতে উঠেছে মহারাষ্ট্রের রাজনীতি। সম্প্রতি একটি চিঠি দেখিয়ে রাহুল দাবি করেছিলেন যে সাভারকর ব্রিটিশদের সাহায্য করেছিলেন। তবে রাহুলের সেই দাবি খণ্ডন করে সাভারকরের নাতি রঞ্জিত সাভারকর এবার পালটা আক্রমণ শানালেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর বিরুদ্ধে। তিনি গুরুতর অভিযোগ করেছেন নেহরুর বিরুদ্ধে। তাঁর কথায়, ‘এক মহিলার কারণে দেশভাগ করিয়েছিলেন নেহরু।’

রঞ্জিত সাভারকর আরও অভিযোগ করেছেন যে নেহরু ১২ বছর ধরে ভারতের গোপন তথ্য ব্রিটিশদের দিয়েছিলেন। তিনি রাহুলের কাছে এই অভিযোগের ভিত্তিতে জবাব চান। শুক্রবার সাংবাদিকদের সাভারকরের নাতি রঞ্জিত সাভারকর বলেন, ‘ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু একজন মহিলার জন্য ভারত ভাগে রাজি হয়েছিলেন। ১২ বছর ধরে, ভারতের সমস্ত গোপন তথ্য ব্রিটিশদের কাছে দেওয়া হয়েছিল। আমি দাবি করছি যে পণ্ডিত নেহেরু এবং এডউইনার মধ্যে চিঠিপত্র ব্রিটিশদের কাছ থেকে চাওয়া হোক এবং প্রকাশ করা হোক।’

নেহরুকে অভিযুক্ত করে সাভারকরের নাতি আরও দাবি করেন যে পণ্ডিত নেহরু ১৯৪৭ সালের ৯ মে থেকে ১২ মে শিমলা গিয়েছিলেন। এই সময় ব্রিটিশ সরকারের কাছে এডউইনা একটি চিঠি লিখেছিলেন। যাতে উল্লেখ আছে যে তিনি পণ্ডিত নেহরুকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন। এডউইনা নাকি চিঠিতে ব্রিটিশ সরকারের কাছে দাবি করেছিলেন যে নেহরু তাঁর সঙ্গে চারদিন কাটিয়েছেন। এডউইনার লেখা চিঠিতে নাকি বলা হয়, ‘তিনি (নেহরু) আর আমি ভালো বন্ধু হয়ে গিয়েছি। এই বন্ধুত্ব অনেকদিন থাকবে।’ সাভারকরের নাতি আরও বলেন, ‘এডউইনা বলেছিলেন যে পণ্ডিত নেহেরু আমার নিয়ন্ত্রণে এসেছেন।’ রঞ্জিতের আরও অভিযোগ, ‘মাউন্টব্যাটেন লিখেছেন যে তিনি ভারত ছেড়ে যাওয়ার পরও নেহেরু তাঁকে ১২ বছর ধরে প্রতিদিন রিপোর্ট পাঠাতেন। এটা গোয়েন্দা সংস্থার বড় ব্যর্থতা।’

বন্ধ করুন