বাংলা নিউজ > ঘরে বাইরে > হোটেলের যৌনচক্র থেকে উদ্ধার ‘সাবধান ইন্ডিয়া’ শোয়ের অভিনেত্রী

হোটেলের যৌনচক্র থেকে উদ্ধার ‘সাবধান ইন্ডিয়া’ শোয়ের অভিনেত্রী

তিন অভিনেত্রীকে দেহ ব্যবসায় নামতে বাধ্য করেছিল ওই চক্র। ছবিটি প্রতীকী।

পুলিশের অভিযোগ, তিন অভিনেত্রীকে দেহ ব্যবসায় নামতে বাধ্য করেছিল ওই চক্রের মাথা বছর ঊনত্রিশের প্রিয়া শর্মা।

মুম্বইয়ের তিনতারা হোটেলে ধরা পড়ল হাই প্রোফাইল যৌনচক্র। ঘটনায় গ্রেফতার এক যুবতী। এক নাবালিকা-সহ তিন অভিনেত্রীকে উদ্ধার করল পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার আন্ধেরির ওই হোটেলে হানা দেয় মুম্বই পুলিশের সোশ্যাল সার্ভিস শাখার একটি দল। পুলিশের অভিযোগ, তিন অভিনেত্রীকে দেহ ব্যবসায় নামতে বাধ্য করেছিল ওই চক্রের মাথা বছর ঊনত্রিশের প্রিয়া শর্মা।

জানা গিয়েছে, অভিনেত্রীদের একজন টিভির জনপ্রিয় ক্রাইম শো ‘সাবধান ইন্ডিয়া’-তে অভিনয় করেছেন, আর এক অভিনেত্রী মরাঠি সিনেমা ও টিভি ধারিবাহিকে কাজ করেছেন এবং তৃতীয় জন একটি জনপ্রিয় ওয়েব সিরিজে অভিনয় করেছেন।

পুলিশ জানিয়েছে, কান্দিভালি ইস্ট অঞ্চলে একটি পর্যটন সংস্থা চালাতেন প্রিয়া। তার আড়ালেই চলত অবৈধ যৌনচক্রের অবাধ ব্যবসা।

ধৃত প্রিয়া শর্মার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মুম্বই পুলিশের সোশ্যাল সার্ভিস শাখার সিনিয়র ইন্সপেক্টর সন্দেশ রেভালে।

বন্ধ করুন