বাংলা নিউজ > ঘরে বাইরে > Haryana assembly election: ভোটে লড়ছেন ভারতের সবথেকে ধনী মহিলা, প্রায় ২.৫ লাখ কোটি টাকার সম্পদ আছে!

Haryana assembly election: ভোটে লড়ছেন ভারতের সবথেকে ধনী মহিলা, প্রায় ২.৫ লাখ কোটি টাকার সম্পদ আছে!

হরিয়ানা নির্বাচনে লড়ছেন দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দল, কত সম্পত্তি?

ফোবর্স ইন্ডিয়ার তালিকা অনুযায়ী সাবিত্রী জিন্দাল হলেন ভারতের সবচেয়ে ধনী মহিলা, যার মোট সম্পত্তির পরিমাণ হল ২৯.১ বিলিয়ন মার্কিন ডলার। মনোনয়ন জমা দেওয়ার পর তিনি বলেন, ‘আমি হিসাবের উন্নয়ন এবং পরিবর্তনের জন্য সেবা করার অঙ্গীকার করছি। হিসাবের মানুষ আমার পরিবার।’

হরিয়ানা নির্বাচনে প্রার্থী হলেন ভারতের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দল। বৃহস্পতিবার মনোনয়ন দাখিলের শেষ দিনে হিসার আসন থেকে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। সাবিত্রী জিন্দল হলেন কুরুক্ষেত্রের বিজেপি সাংসদ নবীন জিন্দলের মা এবং প্রয়াত বিশিষ্ট শিল্পপতি ওপি জিন্দলের স্ত্রী। এর আগে ওপি জিন্দল হিসাবের বর্তমান বিধায়ক কমল গুপ্তার বিরুদ্ধে ভোটে লড়েছিলেন। কিন্তু, তিনি হেরে গিয়েছিলেন।

আরও পড়ুন: হরিয়ানায় প্রার্থী তালিকায় চমক! জেসিকা খুনে দোষী মনু শর্মার মাকে টিকিট দিল BJP

ফোবর্স ইন্ডিয়ার তালিকা অনুযায়ী, সাবিত্রী জিন্দল হলেন ভারতের সবচেয়ে ধনী মহিলা, যার মোট সম্পত্তির পরিমাণ হল ২৯.১ বিলিয়ন মার্কিন ডলার (যা ভারতীয় মুদ্রায় প্রায় ২.৫ লাখ কোটি টাকা)। মনোনয়ন জমা দেওয়ার পর তিনি বলেন, ‘আমি হিসাবের উন্নয়ন এবং পরিবর্তনের জন্য সেবা করার অঙ্গীকার করছি। হিসাবের মানুষ আমার পরিবার। ওমপ্রকাশ জিন্দল এই পরিবারের সঙ্গে আমার সম্পর্ক তৈরি করে গিয়েছিলেন। জিন্দল পরিবার সবসময় হিসারের সেবা করেছে। আমি জনগণের প্রত্যাশা পূরণ করতে এবং তাদের বিশ্বাস বজায় রাখতে নিজেকে নিবেদিত করছি।’ তিনি আরও বলেন, তিনি তাঁর ছেলের জন্য প্রচার করেছেন ঠিকই, কিন্তু বিজেপি সদস্যপথ গ্রহণ করেননি।

উল্লেখ্য, সাবিত্রী জিন্দল এর আগে হিসার আসন থেকে দুবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। ২০০৫ সালের প্রথমবার তিনি কংগ্রেসের টিকিটে এই আসন থেকে জয়ী হয়েছিলেন। পরে ২০০৯ সালে তিনি পুনরায় জয়ী হয়েছিলেন। এছাড়াও, ২০১৩ সালে তিনি মন্ত্রীও হয়েছিলেন। তবে চলতি বছরের লোকসভা ভোটের আগে তিনি কংগ্রেস ছেড়ে দেন। তাঁর ছেলে নবীন জিন্দলও কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করে এবং কুরুক্ষেত্র আসন থেকে লড়ে সাংসদ নির্বাচিত হন। 

উল্লেখ্য, হরিয়ানায় মোট ৯০ টি বিধানসভা আসন রয়েছে। ভোটগ্রহণ হবে আগামী ৫ অক্টোবর এবং ৮ অক্টোবর ফল ঘোষণা হবে। যদিও প্রথমে নির্বাচন ১ অক্টোবর করার দিন ঠিক হয়েছিল. তবে বিজেপির দাবিতে সেই সময়সীমা পিছিয়ে দিয়ে ৫ অক্টোবর করে নির্বাচন কমিশন। অন্যদিকে, কংগ্রেস এবার হরিয়ানায় কুস্তিগির ভিনেশ ফোগাটকে প্রার্থী করেছে।

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা শ্যুটিং সেট থেকে সোজা হাসপাতালে স্টার জলসার নায়িকা! হল অস্ত্রোপচার, কেমন আছেন… সাত বছর পরে আবার শুরু হবে এই টুর্নামেন্ট! সচিন থেকে লারা খেলেছিলেন সকলেই বাংলাদেশের ঢাকায় এবার কতগুলি পুজো হবে? কতটা কড়া নিরাপত্তা? জানাল পড়শি প্রশাসন উৎসবের মরশুমে ৬৫৫৬টি স্পেশাল ট্রেন চলবে দেশে, শিয়ালদা থেকে কবে ছুটবে পুজোর লোকাল দিনভর প্যান্ডেল হপিং করে ক্লান্ত? নিজেকে তরতাজা করতে সঙ্গে রাখুন এগুলি ডাক্তারদের যেমন ডিগ্রি আছে, আমারও আছে, আমাদেরও মানুষ নমস্কার করে, চতুর্থীতে মদন মহামায়ার পুজোয় থাক প্রকৃতির জন্য ভাবনা, রইল ঘর সাজানোর কিছু অভিনব টিপস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.