বাংলা নিউজ > ঘরে বাইরে > SBI Cashback Credit Card: করবেন খরচ, পকেটে ঢুকবে হাজার হাজার টাকা! নয়া ‘ক্যাশব্যাক কার্ড’ চালু SBI-এর

SBI Cashback Credit Card: করবেন খরচ, পকেটে ঢুকবে হাজার হাজার টাকা! নয়া ‘ক্যাশব্যাক কার্ড’ চালু SBI-এর

ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে একটি নতুন 'ক্যাশব্যাক এসবিআই কার্ড' চালু করা হয়েছে। এই কার্ডটি এখন ৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। এই এসবিআই কার্ডের বিশেষ বিষয় হল, কার্ডধারীরা কোনও নিষেধাজ্ঞা ছাড়াই সমস্ত অনলাইন খরচে ৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাবেন।