আগামী ১ জুলাই ২০২১ থেকে পরিষেবা সংক্রান্ত কিছু পরিবর্তন আনছে ভারতীয় স্টেট ব্যাংক (State Bank of India) । নতুন নিয়মগুলি কার্যকর হওয়ার পরে এটিএম-এ(ATM) টাকা তোলা এবং চেক বই ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের খরচ সামান্য বৃদ্ধি পাবে।
এই নিয়ম বেসিক সেভিংস অ্যাকাউন্ট ডিপোজিট (BSBD) অ্যাকাউন্ট থাকা গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে। এক নজরে দেখে নিন ঠিক কী কী বদল আসতে চলেছে SBI-এ:
চেকবই-এর খরচ বাড়ছে :
১. চেকবইয়ের ক্ষেত্রে বিনামূল্যে ১০টি পাতা পাবেন গ্রাহকরা।
২. তারপরের প্রতি ১০ পাতার জন্য ৪০ টাকা করে দিতে হবে।
৩. এর সঙ্গে যুক্ত হবে উপরি জিএসটি চার্জ।
ATM-এর ক্ষেত্রে কী পরিবর্তন আনছে State Bank of India?
১. ATM-এর ক্ষেত্রে মোট ৪ বার টাকা তুলতে কোনও চার্জ কাটা হবে না।
২. তবে, পঞ্চমবার থেকে গ্রাহকদের কাছ থেকে ১৫ টাকা করে কাটা হবে।
৩. সেই সঙ্গে আলাদা করে জিএসটি চার্জ কাটা হবে। প্রসঙ্গত, আগামী বছর থেকে এটিএম পরিষেবার খরচ বাড়বে সব ব্যাঙ্কেই। বিশদে জানতে ক্লিক করুন এইখানে।
ছাড় পাবেন প্রবীণ নাগরিকরা (Senior Citizen):
প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। তাই তাঁদের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না।