বাংলা নিউজ > ঘরে বাইরে > SBI Customer Care Number: SBI-র ভুয়ো কাস্টমার কেয়ারে নম্বরে ফোন করছেন না তো? উধাও হতে পারে টাকা!

SBI Customer Care Number: SBI-র ভুয়ো কাস্টমার কেয়ারে নম্বরে ফোন করছেন না তো? উধাও হতে পারে টাকা!

সঠিক কাস্টমার কেয়ার নম্বরের জন্য এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যান। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)

দেখে নিন।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) কাস্টমার কেয়ারে ফোন করবেন? সেজন্য নেটে সার্চ করে একটা নম্বর পেলেন। কিন্তু সেটাই যে সঠিক নম্বর হবে, এমন কোনও নিশ্চয়তা নেই। অনেকক্ষেত্রেই সেই নম্বরগুলির মাধ্যমে ফাঁদ পেতে থাকে সাইবার জগতের অপরাধীরা। সেই জালে যাতে না পড়ে যান, সেজন্য সতর্ক করল ভারতের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।

রবিবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে টুইটারে বলা হয়েছে, 'ভুয়ো কাস্টমার কেয়ার নম্বর থেকে সতর্ক থাকুন। সঠিক কাস্টমার কেয়ার নম্বরের জন্য এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যান। কাউকে ব্যাঙ্ক সংক্রান্ত নিজের কোনও গোপনীয় তথ্য দেবেন না।' সেই সংক্রান্ত ভিডিয়োও শেয়ার করেছে এসবিআই।

কীভাবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) কাস্টমার কেয়ার নম্বর পাবেন?

১) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-তে যান।

২) উপরের দিকে 'Customer Care' নম্বরে ক্লিক করুন।

৩) 'Contact Us'-এ 'More Information'-এ ক্লিক করুন।

৪) একাধিক কাস্টমার কেয়ার নম্বর দেখাবে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী কয়েকটি টোল ফ্রি নম্বর :

• টোল ফ্রি নম্বর: 1800 1234

• টোল ফ্রি নম্বর: 1800 11 2211

• টোল ফ্রি নম্বর: 1800 425 3800

• টোল নম্বর: 080-26599990

দুটি ইমেল আইডিও দেওয়া আছে। সেগুলি হল - customercare@sbi.co.in এবং contactcentre@sbi.co.in। সরাসরি নিজেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) অফিসিয়াল ওয়েবসাইট থেকে কাস্টমার কেয়ার নম্বর দেখতে এই লিঙ্কে ক্লিক করুন - কাস্টমার কেয়ার নম্বর

বন্ধ করুন