SBI-র FD-কে গোল দেবে পোস্ট অফিসের টার্ম ডিপোজিট, কতদিন রাখলে সুদের হার কত হবে?
1 মিনিটে পড়ুন . Updated: 03 Apr 2022, 07:18 PM IST- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) ফিক্সড ডিপোজিটে সুদের হার এবং পোস্ট অফিসে টার্ম ডিপোজিটে সুদের হার কত?
যে কোনও গ্রাহকের কাছে ফিক্সড ডিপোজিট (এফডি) হল বিনিয়োগের অন্যতম সুরক্ষিত উপায়। তাতে নির্দিষ্ট মেয়াদের পর একটি নির্দিষ্ট অঙ্ক পান গ্রাহকরা। তবে বিভিন্ন মেয়াদের এফডিতে সুদের হার বিভিন্নরকম হয়। সেক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) ফিক্সড ডিপোজিটে সুদের হার এবং পোস্ট অফিসে টার্ম ডিপোজিটে সুদের হার কত, তা দেখে নিন -
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) ফিক্সড ডিপোজিটে সুদের হার (SBI FD interest rates):
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিট আছে। তাতে সুদের হার বিভিন্নরকম হয়। কোন মেয়াদের এফডিতে সুদের হার কত, তা দেখে নিন -
পোস্ট অফিসে টার্ম ডিপোজিটে সুদের হার (Post Office term deposit interest rates):
ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের মতোই হল পোস্ট অফিসের টার্ম ডিপোজিট। এক থেকে পাঁচ বছরের মেয়াদের টার্ম ডিপোজিট করা হয় পোস্ট অফিসে। ফিক্সড ডিপোজিটের মতোই টার্ম ডিপোজিটে নির্দিষ্ট মেয়াদের পর একটি নির্দিষ্ট অঙ্ক পাওয়া যায়। বিভিন্ন মেয়াদে পোস্ট অফিসে টার্ম ডিপোজিটে সুদের হার দেখে নিন, যা চলতি বছরের ১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে -