উৎসবের মরসুমে Home Loan-এ Interest কমিয়েছে SBI! রইল আবেদনের পদ্ধতি
1 মিনিটে পড়ুন . Updated: 23 Sep 2021, 11:28 PM IST- গৃহঋণে সুদের হার কমিয়েছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক (SBI)। কমানো হয়েছে প্রসেসিং ফি-ও।
সামনেই উৎসবের মরসুম। এই সময়ে অনেকেই নতুন বাড়ি কেনার বিষয়ে এগোন। আবার অনেকে বাড়ি মেরামত, বা নতুন ঘর তৈরির কাজে হাত দেন। তাঁদের জন্য রয়েছে সুখবর। গৃহঋণে সুদের হার কমিয়েছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক (SBI)। কমানো হয়েছে প্রসেসিং ফি-ও।
কমেছে সুদের হার
>>> মাত্র ৬.৭০% হারে গৃহঋণ পাওয়া যাবে। কত টাকার ঋণ নিচ্ছেন তার উপর এটি নির্ভরশীল নয়।
>>> এতদিন ৭৫ লক্ষ টাকার বেশি অঙ্কের গৃহঋণের ক্ষেত্রে ৭.১৫% হারে সুদ ধার্য হত। নয়া ঘোষণায় ৪৫ বিপিএস সুদ কমিয়েছে স্টেট ব্যাঙ্ক।
>>> এছাড়া গৃহঋণের ক্ষেত্রে বেতনভোগী-অবেতনভোগী ক্যাটাগরির মধ্যে পার্থক্যও আপাতত তুলে দিয়েছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। আগে অবেতনভোগী, অর্থাৎ ফ্রিল্যান্সার, ব্যবসায়ী ইত্যাদি ক্ষেত্রে গৃহঋণে অতিরিক্ত ১৫ বিপিস বেশি সুদ কাটা হত।
অনলাইনে কীভাবে আবেদন করবেন?
>>> অনলাইনে আবেদন করতে ক্লিক করুন এই লিঙ্কে।
>>> পোর্টালে গিয়ে নির্দিষ্ট তথ্যাবলী পূরণ করতে হবে। সেখান থেকেই এলিজিবিলিটি, ঋণের কোটা দেখতে পাবেন গ্রাহকরা। অর্থাত্ ব্যাঙ্কে যাওয়ার আগেই একটা ধারণা হয়ে যাবে।
এসবিআই হোম লোন: YONO SBI এর মাধ্যমে কীভাবে আবেদন করবেন?
>>> আপনার YONO অ্যাকাউন্টে লগ ইন করুন।
Loans-এ ক্লিক করুন।
Home Loan-এ ক্লিক করুন।
নির্দিষ্ট তথ্যাবলী পূরণ করে সাবমিট করুন।
এরপরেই একটি রেফারেন্স নম্বর পাবেন। সেটি রেখে দিন। অল্প সময়ের মধ্যেই SBI-এর তরফে আপনার কাছে ফোন আসবে।