বাংলা নিউজ > ঘরে বাইরে > ফিক্সড ডিপোজিটের সুদের হার বৃদ্ধি SBI-এর, জেনে নিন কত সুদ পাবেন
নয়া বছরের শুরুতেই গ্রাহকদের কিছুটা স্বস্তির খবর দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। কয়েকটি ক্ষেত্রে বাড়ানো হল ফিক্সড ডিপোজিটের (এফডি) সুদের হার। দু'কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে গত ৮ জানুয়ারি থেকে সেই নয়া হার কার্যকর হয়েছে।
এসবিআইয়ের তরফে জানানো হয়েছে, নতুন করে টাকা জমা দিলে এবং যে ফিক্সড ডিপোজিটের পুর্নবীকরণ করা হবে, তাতে নয়া হার কার্যকর হবে। গত বছর ১০ সেপ্টেম্বরও এক দফায় ফিক্সড ডিপোজিটের (এফডি) হার পরিবর্তন করেছিল এসবিআই।
চলতি বছরের ৮ জানুয়ারি থেকে আমজনতার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিটের হার :
- সাতদিন থেকে ৪৫ দিন - ২.৯ শতাংশ।
- ৪৬ দিন থেকে ১৭৯ দিন - ৩.৯ শতাংশ।
- ১৮০ দিন থেকে ২১০ দিন - ৪.৪ শতাংশ।
- ২১১ দিন থেকে এক বছরের কম - ৪.৪ শতাংশ।
- এক বছর থেকে দু'বছরের কম - ৫ শতাংশ।
- দু'বছর থেকে তিন বছরের কম - ৫.১ শতাংশ।
- তিন বছর থেকে পাঁচ বছরের কম - ৫.৩ শতাংশ।
- পাঁচ বছর থেকে ১০ বছর পর্যন্ত - ৫.৪ শতাংশ।
চলতি বছরের ৮ জানুয়ারি থেকে প্রবীণ নাগরিকদের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিটের হার :
- সাতদিন থেকে ৪৫ দিন - ৩.৪ শতাংশ।
- ৪৬ দিন থেকে ১৭৯ দিন - ৪.৪ শতাংশ।
- ১৮০ দিন থেকে ২১০ দিন - ৪.৯ শতাংশ।
- ২১১ দিন থেকে এক বছরের কম - ৪.৯ শতাংশ।
- এক বছর থেকে দু'বছরের কম - ৫.৫ শতাংশ।
- দু'বছর থেকে তিন বছরের কম - ৫.৬ শতাংশ।
- তিন বছর থেকে পাঁচ বছরের কম - ৫.৮ শতাংশ।
- পাঁচ বছর থেকে ১০ বছর পর্যন্ত - ৬.২ শতাংশ।
পরবর্তী খবর