মোরেটোরিয়ামের সময় যে ঋণ মুকুব করা হয়েছে, তার ওপর সুদ বসবে কি না, সেই নিয়ে কেন্দ্রীয় সরকারকে অবস্থান স্পষ্ট করতে বলল সুপ্রিম কোর্ট। এই নিয়ে কেন্দ্র কেন নিজেদের অবস্থান জানাচ্ছে না, সেই নিয়ে প্রশ্ন করেছে শীর্ষ আদালত। প্রসঙ্গত, মার্চ থেকে অগস্ট অবধি মোরেটোরিয়ামের কথা ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট কোভিডের কারণে। এই মোরেটোরিয়ামে সুদের ওপর সুদ নেওয়া যাবে কিনা, সেই নিয়েই এখন মামলা চলছে আদালতে।
এদিন বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন বেঞ্চ বলে যে কোভিড ও লকডাউনের জেরে মানুষের যে কষ্ট হচ্ছে, সেই বিষয়টির কথা খেয়াল রাখা উচিত কেন্দ্রের। সেই পরিপ্রেক্ষিতে বলা হয় যে কেন্দ্র যেন আলাদা করে হলফনামা দেয় নিজেদের অবস্থান জানিয়ে। এই কথা তখন বলে শীর্ষ আদালত যখন সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন যে তাদের অবস্থান আরবিআইয়ের বক্তব্যের সঙ্গে অভিন্ন।
এর আগে জুন মাসে আরবিআই জানিয়েছিল যে তারা সুদ মুকুবের পক্ষপাতী নয় কারণ এতে ব্যাঙ্কের আর্থিক স্বাস্থ্য খারাপ হতে পারে। বিচারপতি এমআর শাহ তখন বলেন যযে আপনারা নিজেদের কথা বলুন, আরবিআইয়ের ওপর নির্ভরতা ছেড়ে।
বিচারপতি ভূষণ বলেন যে কেন্দ্রীয় সরকারের অনেক ক্ষমতা আছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের মধ্যে কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। ভূষণ বলেন যে কেন্দ্রের দুটি বিষয় নিয়ে স্পষ্টীকরণ দেওয়া উচিত। সুদ নেওয়া উচিত কিনা ও সুদের ওপর সুদ এই মোরেটোরিয়ামে নেওয়া যুক্তিযুক্ত কিনা।
এই মামলার ফের শুনানি হবে পয়লা সেপ্টেম্বর যার আগে কেন্দ্রকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে।আরবিআইয়ের দেওয়া মোরেটোরিয়াম শেষ হচ্ছে ৩১ অগস্ট।