বাংলা নিউজ > ঘরে বাইরে > মোরেটোরিয়ামে সুদের ওপর সুদ নেওয়া নিয়ে কেন্দ্র অবস্থান স্পষ্ট করুক-সুপ্রিম কোর্ট

মোরেটোরিয়ামে সুদের ওপর সুদ নেওয়া নিয়ে কেন্দ্র অবস্থান স্পষ্ট করুক-সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

ফের শুনানি পয়লা সেপ্টেম্বর।

মোরেটোরিয়ামের সময় যে ঋণ মুকুব করা হয়েছে, তার ওপর সুদ বসবে কি না, সেই নিয়ে কেন্দ্রীয় সরকারকে অবস্থান স্পষ্ট করতে বলল সুপ্রিম কোর্ট। এই নিয়ে কেন্দ্র কেন নিজেদের অবস্থান জানাচ্ছে না, সেই নিয়ে প্রশ্ন করেছে শীর্ষ আদালত। প্রসঙ্গত, মার্চ থেকে অগস্ট অবধি মোরেটোরিয়ামের কথা ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট কোভিডের কারণে। এই মোরেটোরিয়ামে সুদের ওপর সুদ নেওয়া যাবে কিনা, সেই নিয়েই এখন মামলা চলছে আদালতে। 

এদিন বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন বেঞ্চ বলে যে কোভিড ও লকডাউনের জেরে মানুষের যে কষ্ট হচ্ছে, সেই বিষয়টির কথা খেয়াল রাখা উচিত কেন্দ্রের। সেই পরিপ্রেক্ষিতে বলা হয় যে কেন্দ্র যেন আলাদা করে হলফনামা দেয় নিজেদের অবস্থান জানিয়ে। এই কথা তখন বলে শীর্ষ আদালত যখন সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন যে তাদের অবস্থান আরবিআইয়ের বক্তব্যের সঙ্গে অভিন্ন। 

এর আগে জুন মাসে আরবিআই জানিয়েছিল যে তারা সুদ মুকুবের পক্ষপাতী নয় কারণ এতে ব্যাঙ্কের আর্থিক স্বাস্থ্য খারাপ হতে পারে। বিচারপতি এমআর শাহ তখন বলেন যযে আপনারা নিজেদের কথা বলুন, আরবিআইয়ের ওপর নির্ভরতা ছেড়ে। 

বিচারপতি ভূষণ বলেন যে কেন্দ্রীয় সরকারের অনেক ক্ষমতা আছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের মধ্যে কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। ভূষণ বলেন যে কেন্দ্রের দুটি বিষয় নিয়ে স্পষ্টীকরণ দেওয়া উচিত। সুদ নেওয়া উচিত কিনা ও সুদের ওপর সুদ এই মোরেটোরিয়ামে নেওয়া যুক্তিযুক্ত কিনা। 

এই মামলার ফের শুনানি হবে পয়লা সেপ্টেম্বর যার আগে কেন্দ্রকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে।আরবিআইয়ের দেওয়া মোরেটোরিয়াম শেষ হচ্ছে ৩১ অগস্ট।

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

ভারতের ভাগ্য এখন পাকিস্তানের হাতে, কোন অঙ্কে সেমিফাইনালে যেতে পারেন হরমনপ্রীতরা? অস্ত্র 'মাস্টার কি'! পর্যটকদের টাকা হাতিয়ে, গাড়ি নিয়ে হুল্লোড় হোটেল কর্মীর 'তুমি সাগরের ঢেউয়ে....', অনশনমঞ্চে মৌসুমী ভৌমিকের গান ভাইরাল, কাঁদলেন ডাক্তারা ফের অনশনে অসুস্থ জুনিয়র ডাক্তার, অবস্থার অবনতি, ভর্তি করা হল এনআরএসে থার্ড আম্পায়ারের ভুল সিদ্ধান্তে হারল ভারত? আসলে আউট ছিলেন অজি? কী বলছে আইন? ট্রাস্টের নামে ৫ একর জমি পেয়েও আবেদন প্রত্যাহার খাড়্গে পুত্রের অস্ট্রেলিয়ার কাছে হেরে ঘোর বিপদে ভারত, শেষ চারে অজিরা, এ-গ্রুপের পয়েন্ট তালিকা দুরন্ত ফিল্ডিং ভারতের, ইম্প্যাক্ট ফিল্ডার অফ দ্য সিরিজ হলেন এই ভারতীয় স্পিনার 'এই জোর করিস না, না না, জোর করিস না…' কাতর অনুরোধ মিমির, শুনতে নারাজ অনিন্দ্য সোহাগে রাঙা শ্রীময়ী! কচি বউকে নিয়ে সিঁদুর খেলায় মাতলেন কাঞ্চন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.