৩২ বছরের পুরানো মামলাকে পরবর্তী ৬ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টকে এই নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। এই মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই।
বিচারপতি সঞ্জয় কিষান কৌল ও অভয় এস ওকা স্পেশাল লিভ পিটিশনকে বাতিল করে দেন। তাদের রায়ে বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে, আমরা দেখছি যে ১৯৯০ সালে এফআইআর করা হয়েছিল। ৩২ বছরেও ট্রায়াল সম্পূর্ণ হয়নি। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, দৈনিক ভিত্তিতে শুনানি করুন। এরপর ৬ মাসের মধ্যে মামলার নিষ্পত্তি করার চেষ্টা করুন। গত ৭ নভেম্বর এই নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে ন্যাশানাল জুডিশিয়াল ডেটা গ্রিড অনুসারে বাংলার বিভিন্ন আদালতে অন্তত ১২৮২টি মামলা রয়েছে যেগুলি ১৯৯০ সালে দায়ের করা হয়েছিল। ১৯৯০ সালে দায়ের করা হয়েছিল এরকম ১২৭টা মামলার শুনানি কলকাতা হাইকোর্টে হচ্ছে।
সব থেকে পুরানো ১৯৬৭ সালের একটি মামলা আজও বাংলার আদালতে বিচারাধীন রয়েছে। তার মধ্যে দুটি দক্ষিণ ২৪ পরগনার ও একটি মালদার। কিন্তু কেন এই পরিস্থিতি?
সূত্রের খবর, আসলে একাধিক অভিযুক্ত কোর্টে হাজির না হওয়ায় মামলার নিষ্পত্তি হয় না। আইনজীবী না থাকায়, সাক্ষী না পাওয়ায় মামলার নিষ্পত্তি কিছুক্ষেত্রে করা যায় না।