৬ একর জায়গা জুড়ে একটা বিনোদনমূলক পার্ক আর ৯ একর জুড়ে বাস ডিপো। আর এতেই আটকে গিয়েছিল সেন্ট্রাল ভিস্তায় প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতির বাসভবন নির্মাণের পরিকল্পনা। শীর্ষ আদালতে আবেদন করে আইনজীবী রাজীব সুরি জানিয়েছিলেন,এই খালি জায়গার চরিত্র বদল করা ঠিক হবে না। সবুজ এলাকার চরিত্র কেন বদল করা হচ্ছে তা নিয়েও আপত্তি তোলা হয়েছিল। তবে সেসব আপত্তি আপাতত খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
বিচারপতি দীনেশ মহেশ্বরী ও সিটি রবিকুমার জানিয়েছেন,ওখানে কোনও ব্যক্তিগত সম্পত্তি তৈরি করা হবে না। ওখানে উপরাষ্ট্রপতির বাংলো তৈরি হবে। উপরাষ্ট্রপতির বাংলো কোথায় তৈরি হবে সেটা নিয়েও কি জনমত নিতে হবে? কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহেতা জানিয়েছেন, সব কিছুরই একটা শেষ হওয়া দরকার। এদিকে সেন্ট্রাল ভিস্তা নিয়ে নানা আপত্তি উঠেছে বার বার। এর আগে সমগ্র প্রজেক্টের বিরোধিতা করেই পরিবেশবিদ, আইনজীবী সহ অনেকেই মামলা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত গোটা প্রকল্পে সম্মতি দিয়েছিল দেশের শীর্ষ আদালত। তবে প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতির বাসভবন তৈরি নিয়ে জটটা থেকেই গিয়েছিল। তবে এবার সেই জটও কেটে গেল। বিচারপতিদের বেঞ্চ জানিয়েছেন, কর্তৃপক্ষের এই জমির চরিত্র বদল করার এক্তিয়ার নেই , সেই সংক্রান্ত মামলা এটা নয়। শুধু বলা হয়েছিল জায়গাটি বিনোদনমূলক হিসাবে ব্যবহার করা হয়। তবে আদালত এনিয়ে কিছু বলতে পারবে না। তাছাড়া এটা তো সরকারি পলিসির ব্যাপার।