বাংলা নিউজ > ঘরে বাইরে > PoSH Act: যৌন হেনস্থা বিষয়ক কমিট নিয়ে রাজ্য ও কেন্দ্রগুলিকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

PoSH Act: যৌন হেনস্থা বিষয়ক কমিট নিয়ে রাজ্য ও কেন্দ্রগুলিকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

যৌন হেনস্থা সম্পর্কিত কমিটি গড়তে রাজ্যগুলি ও কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

বিচারপতি এএস বোপান্না ও বিচারপতি হিমা কোহলির বেঞ্চ তার পর্যবেক্ষণে বলছে, একটি সঠিক পদ্ধতিতে গঠিত না হওয়া কমিটি কর্মস্থলে এই সংক্রান্ত ঘটনার তদন্তে একটি প্রতিবন্ধকতা সম হয়ে উঠবে।

সমস্ত মন্ত্রক ও দফতরগুলিতে যৌন হেনস্থা রুখতে বিশেষ কমিটি গড়া হয়েছে কি না তা খতিয়ে দেখার কথা কেন্দ্র ও রাজ্যগুলির উদ্দেশে বার্তা দিয়ে জানাল সুপ্রিম কোর্ট। হাতে সময় নিয়ে এই পদক্ষেপ খতিয়ে দেখার কথা বলা হয়েছে শীর্ষ আদালতের নির্দেশে।

দেশের শীর্ষ আদালত বলছে, '২০১৩ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাক্ট' কে বাস্তবায়িত করতে একাধিক ফাঁক ফোকড় থেকে গিয়েছে। বিচারপতি এএস বোপান্না ও বিচারপতি হিমা কোহলির বেঞ্চ তার পর্যবেক্ষণে বলছে, একটি সঠিক পদ্ধতিতে গঠিত না হওয়া কমিটি কর্মস্থলে এই সংক্রান্ত ঘটনার তদন্তে একটি প্রতিবন্ধকতা সম হয়ে উঠবে। সুপ্রিম কোর্ট তার নির্দেশে বলেছে,'ভারতের কেন্দ্র, রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকাগুলিকে নির্দেশ দেওয়া হচ্ছে, যাতে তারা খতিয়ে দেখে যে, সংশ্লিষ্ট এলাকার মন্ত্রক, দফতর, সরকারি প্রতিষ্ঠান, কর্তৃপক্ষ, পাবলিক সেক্টরের আওতায় থাকা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে, আইসিসি/এলসি/আইসি (কমিটি) গঠিত হয়েছে কি না। PoSH অ্যাক্টের আওতায় সমস্ত নিয়ম মেনে কমিটি গঠন করতে হবে।' 

( ‘বিজেপি হার স্বীকার করে নিয়েছে’, কর্ণাটক বিধানসভা ভোট নিয়ে বার্তা সুরজেওয়ালার)

উল্লেখ্য, গোয়া বিশ্ববিদ্যালয়ের এক বিষয়ে প্রাক্তন বিভাগীয় প্রধান অরেলিয়ানো ফার্নানডেজের একটি মামলার সাপেক্ষে সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে। তাঁর বিরুদ্ধে বম্বে হাইকোর্টে রায়কে চ্যালেঞ্জ করে এই আর্জি কোর্টে জানিয়েছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে একটি যৌন হেনস্থার মামলার সাপেক্ষে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সেই মামলার শুনানি চলাকালীন এই রায় দেয় সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, ওই মামলা ঘিরে তাঁকে বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করা হয় ও তিনি যাতে ভবিষ্যতে কোথাও চাকরি না পান, সেই আর্জি কোর্ট মেনে নিয়ে রায় দেয়। বম্বে হাইকোর্টের সেই রায়ের প্রেক্ষিতে ফার্নানডেজ দ্বারস্থ হন সুপ্রিম কোর্টে। তখনই আসে এই রায়। এদিকে, সমস্ত রাজ্য ও কেন্দ্র যে সুপ্রিম কোর্টের এই নির্দেশে সহমত, তার সাপেক্ষে আট সপ্তাহের মধ্যে সরকারগুলির তরফে একটি হলফনামা জমা দিতে বলেছে কোর্ট।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

বন্ধ করুন