বাংলা নিউজ > ঘরে বাইরে > SC on Women Judges Termination: ‘...পুরুষরাও যদি ঋতুমতী হতে পারতেন!’ কেন একথা বলতে হল বিচারপতিকে?

SC on Women Judges Termination: ‘...পুরুষরাও যদি ঋতুমতী হতে পারতেন!’ কেন একথা বলতে হল বিচারপতিকে?

সুপ্রিম কোর্ট (ফাইল ছবি)

গত বছরের নভেম্বর মাসে সংশ্লিষ্ট মহিলা বিচারপতিদের বরখাস্ত করা সংক্রান্ত এই মামলাটি সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে গ্রহণ করেছিল। মধ্যপ্রদেশ হাইকোর্টের কাছে অত্যন্ত কঠোর ভাষায় জানতে চাওয়া হয়েছিল, ঠিক কীসের ভিত্তিতে ওই মহিলা বিচারপতিদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

একের পর এক মহিলার বিচারপতিকে বরখাস্ত করা সংক্রান্ত একটি মামলায় মধ্যপ্রদেশ হাইকোর্টের কড়া সমালোচনা করল সুপ্রিম কোর্ট।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সংশ্লিষ্ট মহিলা বিচারপতিদের বিরুদ্ধে কাজে অদক্ষতার অভিযোগ তুলে তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হয়। যদিও তথ্য বলছে, ওই বিচারপতিদের মধ্যে একজন গর্ভবতী ছিলেন এবং বিচারপতি থাকাকালীন তাঁর গর্ভপাত হয়েছিল।

বিষয়টি নিয়ে শুনানি চলার সময় সুপ্রিম কোর্টের বিচারপতি বি ভি নাগারত্না বলেন, 'আমি আশা করব, এই ধরনের একই মানদণ্ড পুরুষ বিচারপতিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। আমার এটা বলতে একটুও দ্বিধাবোধ হচ্ছে না।'

বস্তুত, এই গোটা ঘটনায় মধ্যপ্রদেশ হাইকোর্টের উদাসীনতা নিয়েও তীব্র ক্ষোভ ফুটে উঠেছে বিচারতি নাগারত্নার গলায়। মঙ্গলবার এই মামলার শুনানি হয় বিচারপতি বি ভি নাগারত্না এবং বিচার এন কে সিংয়ের বেঞ্চে।

শুনানি চলাকালীন বিচারপতি নাগারত্না আরও বলেন, 'ওই মহিলা (বিচারপতি) গর্ভবতী হন এবং তারপর তাঁর গর্ভপাত হয়। যে মহিলার গর্ভপাত হয়, তাঁর মানসিক এবং শারীরিক ট্রমা (মারাত্মক)। কী এটা? আমি সত্যি ভাবছি, পুরুষরাও যদি ঋতুমতী হতে পারতেন! তাহলে তাঁরা বুঝতেন, এটা আসলে কী?'

প্রসঙ্গত, গত বছরের নভেম্বর মাসে সংশ্লিষ্ট মহিলা বিচারপতিদের বরখাস্ত করা সংক্রান্ত এই মামলাটি সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে গ্রহণ করেছিল। মধ্যপ্রদেশ হাইকোর্টের কাছে অত্যন্ত কঠোর ভাষায় জানতে চাওয়া হয়েছিল, ঠিক কীসের ভিত্তিতে ওই মহিলা বিচারপতিদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

ওই মহিলা বিচারপতিদের চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশিকা জারি করা হয়েছিল ২০২৩ সালের জুন মাসে। হাইকোর্টের পরামর্শে সেই নির্দেশিকা জারি করা হয়েছিল রাজ্যের আইন বিভাগের তরফ থেকে।

ওই মহিলা বিচারপতিরা তাঁদের 'প্রবেশন পিরিয়ড'-এ ছিলেন। তার মধ্যেই তাঁরা যে মামলাগুলির মামলা শুনেছিলেন এবং বিচার ও নিষ্পত্তি করেছিলেন, তার ভিত্তিতে তাঁদের কাজের মূল্যায়ন করা হয় বলে দাবি।

এরপর গত অগস্ট মাসে একটি পূর্ণ আদালতে মহিলা বিচারপতিদের বরখাস্ত করার ওই সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করা হয় এবং বরখাস্ত হওয়া বিচারপতিদের মধ্যে চারজনকে ফের বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু, সেই তালিকায় অদিতি কুমার শর্মা ছিলেন না।

মধ্যপ্রদেশ হাইকোর্টের তরফে দাবি করা হয়, ২০১৯ থেকে ২০২০ সালের মধ্যে ওই মহিলা বিচারপতির পারফরম্যান্স 'খুব ভালো' থেকে নেমে গিয়ে 'ভালো' হয়। এবং পরবর্তী বছরগুলিতে তার আরও নামে ও'মধ্যম' থেকে 'খারাপ' হয়।

এখানে উল্লেখযোগ্য বিষয় হল, যে সময়টায় ওই বিচারপতির পারফরম্যান্স ক্রমশ পড়তে থাকে বলে দাবি করা হয়, সেই সময়টায় তিনি মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন এবং তাঁর গর্ভপাত হয়েছিল।

বিষয়টি নিয়ে অদিতি নিজেও সোচ্চার হয়েছেন। হাইকোর্টকে দেওয়া নোটে তিনি জানিয়েছেন, ওই নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাঁর পারফরম্যান্স ক্রমশ খারাপ হয়েছে, যদি এমনটা বলা হয়, তাহলে সেটা হবে সবথেকে বড় অবিচার।

তিনি আরও দাবি করেন, যেভাবে তাঁকে বরখাস্ত করা হয়েছে, তা আদতে সমান সুযোগের মতো একটি মৌলিক অধিকারের পরিপন্থী।

অদিতি তাঁর আবেদনে লিখেছেন, 'মাতৃত্বকালীন ছুটি যেকোনও মহিলা এবং তাঁর সন্তানের মৌলিক অধিকার। এটি ইতিমধ্যেই আইনের দ্বারা স্বীকৃত। তাই, এমন একজন প্রার্থী, যিনি প্রবেশন পিরিয়ডে কাজ করছিলেন এবং তারপর মাতৃত্বকালীন ছুটে চলে যান, ঠিক সেই সময়ে এভাবে তাঁর পারফরম্যান্স যাচাই ও মূল্যায়ন করাটা আদতে তাঁকে তাঁর মৌলিক অধিকার থেকেই বঞ্চিত করা।'

অদিতির আরও অভিযোগ, চারবছর ধরে তিনি যে কাজ করেছেন, তাতে কোথাও কোনও খুঁত বা ত্রুটি ছিল না। তারপরও তাঁকে যেভাবে বরখাস্ত করা হয়, তাতে কোনও আইন বা নিয়ম মানা হয়নি।

মঙ্গলবারের শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি নাগারত্না এই ঘটনায় মধ্যপ্রদেশ হাইকোর্টের অবস্থানের তীব্র ভর্ৎসনা করেন। বলেন, 'ডিসমিস্ড-ডিসমিস্ড, বাড়ি ফিরে যান - এটা বলা খুব সহজ।' মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১২ ডিসেম্বর।

পরবর্তী খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল মৌনী অমাবস্যা ২০২৫ কবে পড়ছে? মহাকুম্ভের মাঝে তিথি, সময়কাল দেখে নিন 'জম্মু ও কাশ্মীর PoK ছাড়া অসম্পূর্ণ', সাফ বার্তা রাজনাথের 'কমরেড দেরি হয়ে গেছে!' পৌষ পার্বণের শুভেচ্ছা পোস্ট সিপিএমের, উনুনে হচ্ছে পিঠে! ১৫ কোটির গণ্ডি পেরোতেই আন্তর্জাতিক সফরে খাদান! কোন দেশে মুক্তি পাচ্ছে দেবের ছবি? কেন Farewell Test খেলতে চাননি? অবসর নেওয়ার সময় মাথায় কী চলছিল? কী বললেন অশ্বিন? ফলোয়ার্স বাড়াতে নিজেরই মৃত্যুর খবর ঘোষণা করলেন অভিনেত্রী! তারপর...? বাইরে বেরোলেই মেকআপ করা চাই-ই চাই! কার ভয়ে সবসময় টিপটপ থাকেন রবিনা কন্যা? পুনর্বাসুতে মঙ্গল! সেনাপতির নক্ষত্র গোচরে পকেট ফুলবে বৃশ্চিক সহ ৩ রাশির মৃত আরও এক! রুশ ট্রুপে থাকা বাকি ভারতীয়দের 'দ্রুত' মুক্তির জোরালে বার্তা দিল্লির

IPL 2025 News in Bangla

ভিডিয়ো: IPL 2025 জিতবে পঞ্জাব কিংস! শ্রেয়সকে নেতৃত্বে পেয়ে কোচ পন্টিংয়ের দাবি PSL Draft 2025-এর মঞ্চে IPL-কে শুভেচ্ছা! মাইক খারাপ, চিৎকার করেই চলল ড্রাফট IPL-এ নতুন ইতিহাস গড়লেন শ্রেয়স আইয়ার! কোনও ভারতীয় ক্রিকেটার এমনটা করতে পারেননি পিছিয়ে যাচ্ছে IPL, ইডেনের ভাগ্যে কি কোপ পড়বে? প্রথম ম্যাচ ও ফাইনাল কোথায় হবে? IPLর থেকে ঢাকা প্রিমিয়র লিগ কঠিন! অদ্ভূত কারণ দেখালেন পারভেজ রসুল!শুনে হাসি পাবে MCGতে হারের পরই অবসরের সিদ্ধান্ত নেন রোহিত! তবে মত বদলানোয় অখুশি ছিলেন গম্ভীর? ‘মাথায় হাত থাকলে সুযোগের পর সুযোগ, আর না থাকলে… ’! BCCI আর গম্ভীরকে খোঁচা মনোজের অশ্বিনের পথে হেঁটে অবসরে জাদেজাও? রহস্যজনক পোস্টে বাড়ল জল্পনা! দেখে নিন সেই ছবি ২০২৫ IPLএ অধিনায়ক বিরাট? জল্পনা জিইয়ে রাখলেন ফ্লাওয়ার! বললেন,এখনও সিদ্ধান্ত হয়নি কাউন্টি খেলে ইংল্যান্ডে টেস্টের প্রস্তুতি নেবেন বিরাট? RCB না চাইলে প্রায় অসম্ভব

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.