কলকাতার নিউটাউন। সেখানে একটা জমির অধিকার সংক্রান্ত আইনি লড়াই দীর্ঘদিনের। প্রায় ১৪ বছর ধরে একটি প্রখ্য়াত হোসিয়ারি প্রস্তুতকারক ইউনিট এই দীর্ঘ আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। এবার এনিয়ে সুপ্রিম কোর্ট একেবারে কড়া নির্দেশ দিয়েছে। বুধবার সুপ্রিম কোর্ট রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছে ২ মার্চের মধ্যে এই জমির বিক্রয় সত্ত্ব বুঝিয়ে দিন নয়তো কোর্টে দেখা করুন।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, রূপা অ্য়ান্ড কোংকে ২০১১ সালে জমি দেওয়া হয়েছিল। কথা ছিল সেখানে একটা আধুনিক শোরুম এবং ম্যানুফ্যাকচারিং ইউনিট হবে। এদিকে সেই কোম্পানি সেই জমি বাবদ পুরো টাকা রাজ্য সরকারকে বুঝিয়ে দিয়েছে। তারপর থেকেই দিন গোনা শুরু। কলকাতা হাইকোর্ট তাদের পক্ষে রায় দেওয়ার পরেও সেই জমির আধিকার পায়নি ওই সংস্থা। কলকাতা হাইকোর্ট সেল ডিডকে কার্যকরী করার ব্যাপারে নির্দেশ দিয়েছিল। কিন্তু তারপরেও বাস্তবে কাজের কাজ কিছু হয়নি। ওই জমির আধিকার বুঝে পায়নি ওই সংস্থা। এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। এরপর ফের শুরু হয় দীর্ঘ আইনি লড়াই। এবার একেবারে সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট।
বিচারপতি বিআর গাভাই, বিচারপতি এজি মাসিহর ডিভিশন বেঞ্চকে সিনিয়র অ্যাডভোকেট নালিন কোহিল জানিয়েছেন, ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল রূপার জন্য জমির বন্দোবস্ত করে দেওয়া। কিন্তু সেই নির্দেশকেও অমান্য করা হয়। এরপর আবেদনকারী একের পর এক আবেদন করেন।
এদিকে সেই সময় অ্য়াডভোকেট জেনারেলের অনুরোধ সামনে আসে যে ওই জায়গাতেই একটা বিকল্প জায়গা দেওয়া হচ্ছে। আপোস সমঝোতার মাধ্য়মে সেটাকে মেনে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল।
এরপর আইনি লড়াই চলতে থাকে ক্রমশ। এদিকে বিচারপতিদের বেঞ্চ কাউন্সেলের অনুরোধ মেনে নিয়েছিল। সেই সঙ্গেই বলা হয়েছিল ২০২০ সালের মধ্য়ে নির্দেশ কার্যকরী করতে হবে। তবে তারপরেও আইনি লড়াই চলতে থাকে।
এবার কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বলা হয়েছে, ২ মার্চের মধ্য়ে ২০২০ সালের হাইকোর্টের অর্ডারকে কার্যকরী করতে হবে। মুখ্য়সচিবকে এই নির্দেশ দেওয়া হয়েছে। নয়তো আদালতে উপস্থিত থাকতে হবে।