বাংলা নিউজ > ঘরে বাইরে > comedian Munawar Faruqui: কমেডিয়ান ফারুকিকে জামিন দিল সুপ্রিম কোর্ট, হিন্দু দেবীদের নিয়ে মস্করা করেছিলেন

comedian Munawar Faruqui: কমেডিয়ান ফারুকিকে জামিন দিল সুপ্রিম কোর্ট, হিন্দু দেবীদের নিয়ে মস্করা করেছিলেন

মুনাওয়ার ফারুকি। ফাইল ছবি। সংগৃহীত ছবি

ফারুকি আদপে গুজরাটের বাসিন্দা। তিনি একটি শো চলাকালীন হিন্দু দেবদেবীর কথা উল্লেখ করে নানা অশালীন মন্তব্য করেছিলেন। এরপর হাই কোর্ট তার জামিনের আবেদন নাকচ করে দিয়েছিল।

কমেডিয়ান মুনাওয়ার ফারুকি। সোমবার সুপ্রিম কোর্ট তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে। ধর্মীয় ভাবাবেগে তিনি আঘাত দিয়েছেন এই অভিযোগে মধ্যপ্রদেশ পুলিশ তার বিরুদ্ধে মামলা রুজু করেছিল। বিচারপতি বিআর গভাই ও বিচারপতি সঞ্জয় কারোল সমস্ত অভিযোগগুলিকে একসঙ্গে সংযুক্ত করে সেটি মধ্য়প্রদেশের ইন্দোর আদালতে স্থানান্তরিত করেন।

শীর্ষ আদালত তার নির্দেশে জানিয়েছে, পরিস্থিতি বিচার বিবেচনা করে, কোর্টের আগের নির্দেশকে বিবেচনা করে সমস্ত অভিযোগকে একযোগে ইন্দোরে স্থানান্তরিত করা হচ্ছে। অন্যদিকে দিল্লি পুলিশের গ্রেফতারি পরোয়ানা থেকেও আদালত তাকে রক্ষাকবচ দিয়েছে।

এদিকে মধ্য়প্রদেশ আদালত এর আগে তাঁর জামিনের আবেদন নাকচ করে দিয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে তিনি শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। পাশাপাশি তিনি আবেদন করেছিলেন তাঁর বিরুদ্ধে যে সমস্ত এফআইআর ও ফৌজদারি মামলা রয়েছে তা সবগুলি যেন নাকচ করে দেওয়া হয়।

সেই সঙ্গেই এফআইআরগুলোকে এরসঙ্গে সংযুক্ত করার আবেদনও করা হয়েছিল।

এদিকে মধ্যপ্রদেশ পুলিশ এর আগেই গ্রেফতার করেছিল ফারুকিকে।তারপর শীর্ষ আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করে। এদিকে এলাহাবাদ হাই কোর্ট এর আগে ফারুকির বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছিল। শীর্ষ আদালত সেই নির্দেশেও স্থগিতাদেশ দেয়।

ঠিক কী অভিযোগ উঠেছিল ফারুকির বিরুদ্ধে?

ফারুকি আদপে গুজরাটের বাসিন্দা। তিনি একটি শো চলাকালীন হিন্দু দেবদেবীর কথা উল্লেখ করে নানা অশালীন মন্তব্য করেছিলেন। এরপর হাই কোর্ট তার জামিনের আবেদন নাকচ করে দিয়েছিল। আদালতের তরফে বলা হয়েছিল বাক স্বাধীনতা ও নাগরিকদের প্রতি কর্তব্যের মধ্যে একটা ভারসাম্য থাকা দরকার।

এদিকে ২০২১ সালের ১লা জানুয়ারি ফারুকি ও তার চার সঙ্গীকে পুলিশ গ্রেফতার করেছিল। বিজেপি এমএলএ মালিনী লক্ষ্মণ সিং গৌড়ের পুত্র একলব্য সিং গৌড় তাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। নতুন বছরের প্রথম দিনে ইন্দোরে একটি কমেডি শো-তে তিনি হিন্দু দেবদেবী ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে নানা আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ।। তারপরই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মহাষ্টমী? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাষ্টমী? জানুন রাশিফল এবছর কত ক্ষণ থাকছে অষ্টমী তিথি? মহাষ্টমীর অঞ্জলি হবে কখন? জেনে নিন সঠিক সময় সপ্তমীর দুপুরে পথ দুর্ঘটনা, মৃত্যু শম্ভুনাথ পন্ডিতের চিকিৎসকের স্ত্রী-মেয়ের মহাসপ্তমীতে ফুলপাতি উৎসব শিলিগুড়িতে, দেখুন দারুণ সব মুহূর্ত 'ক্যাপ্টেন, এটা আপনার সিংহাসন...!' তরুণী পাইলটকে কেন একথা বলেছিলেন রতন টাটা? রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটাকে, শেষকৃত্যে হাজির অমিত শাহ-একনাথ শিন্ডেরা আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে মোদীর ১০ দাওয়াই 'সবসময় সবাইকে সাহায্য করেছেন', লাইভ শো-তে রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য দিলজিতের দিল্লির বায়ুদূষণ ঠেকাতে ‘‌ক্লাউড সিডিং’‌ প্রয়োজন, দিল্লির সরকারের চিঠি কেন্দ্রকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.