বুধবার সুপ্রিম কোর্ট রাজি হয়েছে যে বেসরকারি মেডিক্যাল কলেজে যারা পড়াশোনা করছেন তাদের গ্রামীণ এলাকায় ডাক্তারি করার ব্যাপারটি থেকে অব্যাহতি দেওয়া যায় কি না সেটা যাচাই করে দেখা হবে। তবে তারা শুধু বেসরকারি প্রতিষ্ঠানে ডাক্তারি পড়ছেন বলেই তাদের এই কাজ থেকে রেহাই দেওয়া হবে সেই সংক্রান্ত মন্তব্য থেকে বিরত ছিল সুপ্রিম কোর্ট।
একজন ডাক্তারি পড়ুয়া কর্ণাটক সরকারের একটা নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। সেখানে উল্লেখ করা হয়েছিল যে এক বছরের জন্য গ্রামীণ জায়গায় চিকিৎসা করতেই হবে। কর্ণাটক মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন পাওয়ার জন্য় এটা করতেই হবে। মেডিক্যাল পড়ুয়াদের জন্য় এটা বাধ্যতামূলক করা হয়েছে কর্ণাটকে। আর এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই মামলা হয়েছিল।
বিচারপতি পিএস নরসিংহ ও বিচারপতি সঞ্জয় কারোল এই আবেদনের পরিপ্রেক্ষিতে একটি নোটিশ জারি করেছেন। তবে আদালতের তরফে প্রশ্ন করা হয়েছে, প্রাইভেট মেডিক্যাল কলেজের পড়ুয়াদের জন্য় এক্ষেত্রে ছাড় থাকবে কেন?
বিচারপতিদের বেঞ্চের তরফে প্রশ্ন করা হয়েছে, ভুলটা কোথায়? বেসরকারিদের কি দেশ গড়ার ক্ষেত্রে কোনও ভূমিকা থাকবে না? কারণ আপনারা একটা বেসরকারি প্রতিষ্ঠানে পড়েন বলে? আপনাদের কি গ্রামে প্র্যাকটিশ করা থেকে ছাড় দিতে হবে? শুধু আপনারা বেসরকারি প্রতিষ্ঠানে পড়েন বলেই আপনাদের এই সব গ্রামে প্র্যাকটিশ থেকে ছাড় দিতে হবে?
এক্ষেত্রে আবেদনকারী ছাত্রীর পক্ষের আইনজীবী জানিয়েছেন, তিনি তাঁর পড়াশোনার ক্ষেত্রে কোনও ভর্তুকি পান না। এক্ষেত্রে তাদের যেন বাধ্য়তামূলক গ্রামে প্র্যাকটিশ করা থেকে ছাড় দেওয়া হয়।