এবারের নিট-ইউজি পরীক্ষা নিয়ে নানা অসংগতির অভিযোগ।এনিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি ছিল। তবে ফের পরীক্ষার দাবি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এসবের মধ্যে আবার দিল্লি আইআইটি জানিয়ে দিয়েছে ফিজিক্সের একটি প্রশ্নের উত্তরে যেখানে গ্রেস নম্বর দেওয়া হয়েছে সেখানে কেবলমাত্র ৪ নম্বর অপশনটা ঠিক হবে।
এদিকে লাইভ ল এর প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, সুপ্রিম কোর্ট নিট-ইউজি ২০২৪ পরীক্ষা বাতিল করতে সম্মত হয়নি। সুপ্রিম কোর্ট জানিয়েছে, পরীক্ষা বাতিল করার যে দাবি সেটার যৌক্তকতা নেই। সুপ্রিম কোর্ট জানিয়েছে, কোনও ক্ষেত্রেই এই ধরনের উপাদান মিলছে না যাতে বোঝা যায় যে গোটা পরীক্ষা ব্যবস্থাটার পবিত্রতা নষ্ট হয়ে গিয়েছিল।
এদিকে এদিনের শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে সিস্টেমেটিক একটা ত্রুটি ছিল। সিবিআই মঙ্গলবার সুপ্রিম কোর্টে নিশ্চিত করে জানিয়েছে নিট ইউজিতে হাজারিবাগ সেন্টার থেকে প্রশ্ন ফাঁস হয়েছিল।
এদিকে সিবিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, যে চক্র এর পেছনে ছিল তারা কিছু গেজেটকে পুড়িয়ে ফেলেছে। আর কিছু গেজেট উদ্ধার করা হয়েছে। সেগুলি নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, প্রফেসর বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে থাকা আইআইটি টিম রিপোর্ট জমা দিয়েছে। তারা জানিয়েছেন ৪ নম্বর অপশন হল সঠিক উত্তর। সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ফিজিক্স প্রশ্নের ক্ষেত্রে কোনটা সঠিক সেটা যেন জানিয়ে দেওয়া হয়। এরপর তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি এনিয়ে রিপোর্ট জমা দেয়।
এদিকে অপর একটি আবেদন এসেছে মধ্য়প্রদেশ থেকে। সেখানে বলা হয়েছিল যদি ফের পরীক্ষা নিতে হয় সেক্ষেত্রে যেন এসসি, এসটিদের অব্যাহতি দেওয়া হয়।
ফের পরীক্ষা হলে ২০ লাখ পরীক্ষার্থী সমস্যায় পড়বেন। ফের পরীক্ষা নেওয়া সম্ভব নয়। ফের নিটের দাবি কার্যত খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে আবার পরীক্ষা হলে প্রচুর পরীক্ষার্থী সমস্যায় পড়ে যাবেন। সুপ্রিম কোর্ট জানিয়েছে, পরীক্ষা বাতিল করার যে দাবি সেটার যৌক্তকতা নেই। সুপ্রিম কোর্ট জানিয়েছে, কোনও ক্ষেত্রেই এই ধরনের উপাদান মিলছে না যাতে বোঝা যায় যে গোটা পরীক্ষা ব্যবস্থাটার পবিত্রতা নষ্ট হয়ে গিয়েছিল।
এদিকে বিভিন্ন মহল থেকেই ফের পরীক্ষা নেওয়ার আবেদন করা হয়েছিল। কিন্তু সেই পরীক্ষা ফের নেওয়া হচ্ছে না। দাবি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।