বাংলা নিউজ > ঘরে বাইরে > করোনা-মামলায় আবশ্যিক নয় হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ, রায় সুপ্রিম কোর্টের

করোনা-মামলায় আবশ্যিক নয় হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ, রায় সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্ট (ফাইল ছবি, সৌজন্য রয়টার্স)

করোনাভাইরাস সংক্রান্ত মামলার ক্ষেত্রে হাইকোর্টের ক্ষমতায় লাগাম টানল না সুপ্রিম কোর্ট।

করোনাভাইরাস সংক্রান্ত মামলার ক্ষেত্রে হাইকোর্টের ক্ষমতায় লাগাম টানল না সুপ্রিম কোর্ট। শুধুমাত্র হাইকোর্টের প্রধান বিচারপতিরা কোভিড নিয়ে জনস্বার্থ মামলা শুনতে পারবেন বলে যে আর্জি জানানো হয়েছিল, তা নিয়ে কোনও সাধারণ রায় দিল না শীর্ষ আদালত। শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, সেরকম নির্দেশ দেওয়া হলে হাইকোর্টের ‘মনোবল’ ধাক্কা খাবে।

একইসঙ্গে হাইকোর্টকে এমন কোনও নির্দেশ দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ গিয়েছে সুপ্রিম কোর্ট, যা প্রণয়ন করা যাবে না। গত ১৭ মে এলাহাবাদ হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। যে রায়ে করোনাভাইরাস সংক্রমণের মধ্যে উত্তরপ্রদেশের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতির জন্য একাধিক নির্দেশ দেওয়া হয়েছিল। সেই রায়েই এলাহাবাদ হাইকোর্ট মন্তব্য করেছিল, উত্তরপ্রদেশের পুরো স্বাস্থ্য ব্যবস্থা ‘রামের ভরসায়’ চলে। তবে হাইকোর্টে যে মামলা চলছে, তাতে স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। বিচারপতি বিনীত সরণ এবং বিচারপতি বিআর গাভাইয়ের অবসরকালীন বেঞ্চের তরফে বলা হয়েছে, ‘এরকম বিষয়গুলি বিবেচনার সময় এবং আক্রান্ত রোগীদের স্বস্তি দিতে কখনও কখনও অনিচ্ছাকৃতভাবে বাড়তি পদক্ষেপ ফেলে উদ্বিগ্ন হাইকোর্ট এবং এমন রায় দিয়ে ফেলে, যা প্রণয়ন করা সম্ভব নয়।’

এলাহাবাদ হাইকোর্টের রায়ের ‘খামতি’ চিহ্নিত করে উত্তরপ্রদেশ সরকারের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা আর্জি জানান, এই ধরনের করোনা সংক্রান্ত সকল জনস্বার্থ মামলার শুনানি হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে হওয়া উচিত। এলাহাবাদ হাইকোর্টের একাধিক বেঞ্চেই করোনা মোকাবিলা সংক্রান্ত বিভিন্ন মামলা চলছে। তার ফলে বিভিন্ন রকমের নির্দেশ দেওয়া হচ্ছে। মেহতা বলেন, ‘অন্যান্য হাইকোর্টেও একইরকম অবস্থা হচ্ছে। সেই ধরনের মামলায় আন্তঃরাজ্য বিষয়ও জড়িত আছে। কারণ কয়েকটি বিষয় শুনছে কেরালা হাইকোর্ট। যার প্রভাব কর্নাটকের উপর পড়তে পারে।’

যদিও সুপ্রিম কোর্ট জানিয়েছেন, সংশ্লিষ্ট মামলায় উত্তরপ্রদেশ সরকারের প্রতিনিধিত্ব করছেন মেহতা। শীর্ষ আদালতের বেঞ্চের তরফে বলা হয়, ‘আমরা কোনও সাধারণ রায় দেব না। বেঞ্চ গঠনের বিশেষ ক্ষমতা আছে প্রধান বিচারপতির হাতে। (কোন মামলা কোথায় যাবে), সেই সংক্রান্ত নির্দেশ দেওয়ার দায়িত্ব তাঁদের। আমরা হাইকোর্টের মনোবল ভেঙে দিতে পারি না।’ তবে বিচারপতি বিনীত সরণ এবং বিচারপতি বিআর গাভাইয়ের অবসরকালীন বেঞ্চ জানিয়েছে, জাতীয় এবং আন্তঃআন্তর্জাতিক প্রভাব সংক্রান্ত বিষয়ে রায়দান এড়িয়ে যাওয়া উচিত হাইকোর্টের। বিশেষত সেইসকল বিষয়ে যখন সুপ্রিম কোর্টে মামলা চলছে।

ঘরে বাইরে খবর

Latest News

'একজনের ক্রেডিট কার্ডের তথ্য দেখতে পাচ্ছেন অপরজন', ক্ষতিপূরণ দেবে ICICI ব্যাঙ্ক IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু বয়ফ্রেন্ডকে দিনে ১০০ বার ফোন, 'লাভ ব্রেন' এ আক্রান্ত প্রেমিকা! এটা আবার কী রোগ? আগামিকাল কেমন কাটবে? মেষ থেকে মীনের মধ্যে লাকি কারা? ২৬ এপ্রিলের রাশিফল দেখে নিন ‘সন্ত্রাসবাদীদের জন্য কেন কেঁদেছিলেন’, বাটলা হাউস নিয়ে সোনিয়াকে আক্রমণ নড্ডার ‘‌টাকা কত লাগবে দেখে নিন’‌, টিকিট পেতে অর্থ দেওয়ার অভিযোগ, কবিরের অডিয়ো ফাঁস দ্বিতীয় বিয়ের পর মিলেছে খোঁটা! অপমান ভুলে রাতুলে মজে রূপাঞ্জনা, বউভাতের ঝলক বান্ধবীর জন্য অর্ডার করা বার্গার খাওয়ায় পাকিস্তানে বন্ধুকে গুলি করে খুন যুবকের ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? রাগের মাথায় পুলিশকেই গাড়ি চাপা দিতে গেলেন! পাকিস্তানি মহিলার ভাইরাল কাণ্ড

Latest IPL News

IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.