বাংলা নিউজ > ঘরে বাইরে > বিহারে SC, ST, OBCদের জন্য বর্ধিত সংরক্ষণের বিরুদ্ধে পাটনা HCর নির্দেশে স্থগিতাদেশের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

বিহারে SC, ST, OBCদের জন্য বর্ধিত সংরক্ষণের বিরুদ্ধে পাটনা HCর নির্দেশে স্থগিতাদেশের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

বিহারে বর্ধিত সংরক্ষণের বিরুদ্ধে পাটনা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

আইনে দলিত, এসসি,এসটি, পিছিয়ে পড়া শ্রেণির জন্য, সংরক্ষণের সীমা ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬৫ শতাংশ করার কথা বলা হয়েছিল। যা বাতিল করে পাটনা হাইকোর্ট।

বিহারে তফশিলি জাতি, উপজাতি, অনগ্রসর শ্রেণি ও ভীষণভাবে পিছিয়ে থাকা শ্রেণির জন্য চাকরিতে ও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সংরক্ষণ বর্ধিত করার বিরুদ্ধে পাটনা হাইকোর্ট একটি নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশে স্থগিতাদেশ রাখার আর্জি সোমবার খারিজ করল সুপ্রিম কোর্ট। বিহারে এই সংরক্ষণ ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬৫ শতাংশ করার প্রস্তাব ছিল সংশোধিত আইনে। তবে সেই আইন বাতিল করা হয় পাটনা হাইকোর্টে। আর পাটনা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিতে নারাজ সুপ্রিম কোর্ট।

গত মাসে, পাটনা হাইকোর্ট বিহারে সংশোধিত সংরক্ষণ আইন বাতিল করেছে। সেই আইনে দলিত, এসসি,এসটি, পিছিয়ে পড়া শ্রেণির জন্য, সংরক্ষণের সীমা ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬৫ শতাংশ করার কথা বলা হয়েছিল। যা বাতিল করে পাটনা হাইকোর্ট। পাটনা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ওই সংশোধিত আইনকে 'আইনগতভাবে খারাপ' বলে অভিহিত করে, বলে এটি সংবিধানের ‘সাম্যতার ক্লজকে লঙ্ঘন করে’।

( Modi meets BJP CMs: যোগী-মৌর্য সংঘাত জল্পনার মাঝে BJPর মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদী! আলোচনার টেবিলে কী কী প্রসঙ্গ?)

এদিকে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন,'আমরা নোটিশ জারি করছি এবং সেপ্টেম্বরে রাজ্য কর্তৃক দাখিল করা এই আপিলগুলির তালিকা করব৷ কিন্তু কোনও অন্তর্বর্তীকালীন ত্রাণ থাকবে না।' উল্লেখ্য, বিহারের তরফে সুপ্রিম কোর্টে সওয়াল জবাব করছিলেন সলিসিটার জেনারেল তুষার মেহতা, সিনিয়র আইনজীবী শ্যাম দিবান। তাঁরা চাইছিলেন পাটনা হাইকোর্টের ২০ জুনের নির্দেশের ওপর যাতে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয়। তাঁদের যুক্তি ছিল, ওই আইনের আওতায় ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টের ওই বেঞ্চে এদিন বিচারপতি হিসাবে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ছাড়াও ছিলেন, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্ররা।   

 

 

 

 

 

 

 

 

 

পরবর্তী খবর

Latest News

'পাপের ঘড়া উলটোয়, ২০ বছর সময় লাগল, সে লাগুক…',অরিন্দমকে নিয়ে বিস্ফোরক স্বস্তিকা UGC-NET কত নম্বর পেতে পারেন? মিলল আভাস, কীভাবে অ্যানসার কি চ্যালেঞ্জ করবেন? ইংল্যান্ডের ৩২৫ রানের জবাবে লড়ছে শ্রীলঙ্কা! ৯৩/৫ থেকে দ্বিতীয় দিনের শেষে ২১১/৫… 'বিয়ের পর থেকে পাইনি …' ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাঞ্চনের বিষয়ে কী বললেন শ্রীময়ী? শুধু একটা শব্দ ‘‌আসি’‌, নাড়িয়ে দিল লালবাজারকে, মহিলার প্রাণ বাঁচাল পুলিশ ভূটানে একান্তে স্ত্রী কোয়েলের সঙ্গে ছুটি কাটাচ্ছেন অরিজিৎ, সামনে এল ছবি... ৪ ইনিংসে ৩ অর্ধশতরান!কাজে এল না স্কটিশ ম্যাকমুলেনের ইনিংস! অজিরা সিরিজ জিতল ৩-০… গ্রামবাংলার মানুষের এবার আবাসের টাকা মিলতে চলেছে, নির্ভুল তালিকা তৈরির নির্দেশ যৌন হেনস্থার অভিযোগ, পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করল ডিরেক্টরস গিল্ড কোনও টেস্ট সরছে না! পাকিস্তানেই হবে ইংল্যান্ড সিরিজ! জল্পনা ওরালেন PCB প্রধান…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.