খারিজ হয়ে গেল সেন্ট্রাল ভিস্তা প্রকল্প নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পুনর্বিবেচনার আর্জি। গত ৫ জানুয়ারি নয়া সংসদ ভবন, কেন্দ্রীয় সচিবালয় এবং মন্ত্রীদের কার্যালয় তৈরির প্রকল্পে ছাড়পত্র দিয়েছিল শীর্ষ আদালত। যে প্রকল্পের জন্য আনুমানিক ১৫,০০০ কোটি টাকার খরচ ধার্য করা হয়েছে।
গত ১৫ জুলাই এবং ২০ জুলাই পৃথক রায়ে সেই রিভিউ পিটিশনগুলি (পুনর্বিবেচনার আর্জি) খারিজ করে দিয়েছে বিচারপতি এএম খানউইলকর এবং বিচারপতি দীনেশ মাহেশ্বরীর বেঞ্চ। যে পুনর্বিবেচনার আর্জিগুলি দাখিল করেছিলেন স্থাপত্যবিদ এজি কৃষ্ণা মেনন, সমাজকর্মী লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) অনুজ শ্রীবাস্তব এবং প্রাক্তন আমলা মীনা গুপ্ত। বেঞ্চের তরফে বলা হয়েছে, ‘জনসমক্ষে আদালতে রিভিউ পিটিশন নথিভুক্ত করা বা শুনানির আর্জি খারিজ করে দেওয়া হচ্ছে। চলতি বছরের ৫ জানুয়ারি যে চূড়ান্ত রায়দান করা হয়েছিল, তার বিরুদ্ধে রিভিউ পিটিশনগুলি দাখিল করা হয়েছিল। আমরা রিভিউ পিটিশন এবং সেই সংক্রান্ত তথ্য খতিয়ে দেখেছি। আমাদের মতে, এটায় পুনর্বিবেচনার কোনও বিষয় উঠে আসছে না।’
চলতি বছরের জানুয়ারিতে ২:১ সংখ্যাগরিষ্ঠ রায়ের ভিত্তিতে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পকে ছাড়পত্র দিয়েছিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জীব খান্নার পর্যবেক্ষণ ছিল, আইন মোতাবেক পর্যাপ্ত আলোচনা এবং জনপ্রতিনিধিত্বের জন্য নির্দিষ্ট প্রক্রিয়া মেনে চলা হয়নি। যদিও সংখ্যাগরিষ্ঠ রায়ের পর্যবেক্ষণ ছিল, সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কোনও ব্যক্তিগত মালিকানা পরিবর্তন এবং জনসাধারণের গুরুত্বপূর্ণ সম্পদকে বাণিজ্যিক কারণে ব্যবহারের অনুমতি দেওয়ার কোনও বিষয় নেই। পুরো সেন্ট্রাল ভিস্তা প্রকল্প হেরিটেজ জোনে তৈরি হচ্ছে বলে যে দাবি করেছিলেন আবেদনকারীরা, তাও মানতে চাওয়া হয়নি শীর্ষ আদালতের সংখ্যাগরিষ্ঠ রায়ে। সেইসঙ্গে কেন্দ্রকে কয়েকটি নির্দেশও দিয়েছিল সুপ্রিম কোর্ট।