বাংলা নিউজ > ঘরে বাইরে > SC News: ভারতের কোনও অংশকে 'পাকিস্তান' বলা যাবে না, বিচারপতিকে তিরস্কার সুপ্রিম কোর্টের

SC News: ভারতের কোনও অংশকে 'পাকিস্তান' বলা যাবে না, বিচারপতিকে তিরস্কার সুপ্রিম কোর্টের

ফাইল ছবি (HT_PRINT)

ভারতের কোনও অংশকেই 'পাকিস্তান' বলে উল্লেখ করা যাবে না। কোন পরিস্থিতিতে এমন মন্তব্য করতে হল দেশের শীর্ষ আদালতকে?

'ভারতের কোনও অংশকে পকিস্তান বলে উল্লেখ করতে পারব না।' সম্প্রতি কর্ণাটক হাইকোর্টের এক বিচারপতির করা বিতর্কিত মন্তব্যের জবাবে পালটা তাঁকে তিরস্কার করে উক্ত মন্তব্য করেছে দেশের শীর্ষ আদালত।

উল্লেখ্য, বেঙ্গালুরুর মুসলিম অধ্যুষিত এলাকা হিসাবে পরিচিত গোরি পালিয়াকে 'পাকিস্তান' বলে উল্লেখ করেছিলেন কর্ণাটক হাইকোর্টের ওই বিচারপতি। যার তীব্র প্রতিবাদ জানিয়ে পালটা শুনানি শুরু করে সুপ্রিম কোর্ট। বুধবার সেই শুনানি প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়। যদিও একইসঙ্গে, সংশ্লিষ্ট বিচারপতির কড়া সমালোচনা করে শীর্ষ আদালত।

এদিন সুপ্রিম কোর্টের সবথেকে বেশি অভিজ্ঞতা সম্পন্ন পাঁচজন বিচারপতির (প্রধান বিচারপতি-সহ) বেঞ্চে এই মামলার শুনানি চলছিল। বেঞ্চের তরফে বলা হয়, 'ভারতের কোনও অংশকে কেউই পাকিস্তান বলে উল্লেখ করতে পারেন না। এই আচরণ মূলগতভাবে রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতার বিরোধী।'

একইসঙ্গে, শীর্ষ আদালত তার পর্যবেক্ষণে জানায়, বর্তমান ডিজিট্যাল মিডিয়ার যুগে মাঝেমধ্যেই আদালতের কার্যপ্রণালী সরাসরি সম্প্রচার করা হয়। তাই বিচারক ও বিচারপতিদের তাঁদের আচরণ সম্পর্কে আরও সচেতন ও সংযমী হতে হবে। কারণ, বহু মানুষ তাঁদের দেখেন।

এদিনের এই বেঞ্চের নেতৃত্বে ছিলেন ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। অন্য চারজন বিচারপতি হলেন, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি ভূষণ আর গবই, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি হৃষীকেশ রায়।

এদিনের মামলায় সংশ্লিষ্ট বেঞ্চের তরফে আরও উল্লেখ করা হয়, কেবলমাত্র 'সুবিচারের স্বার্থে' এবং 'প্রতিষ্ঠানের গরিমা রক্ষার্থে' এই মামলার শুনানি, যা স্বতঃপ্রণোদিতভাবে শুরু করা হয়েছিল, তা বন্ধ করে দেওয়া হচ্ছে। কারণ, কর্ণাটক হাইকোর্টের সংশ্লিষ্ট বিচারপতি প্রকাশ্য এজলাসে এই ঘটনার জন্য অনুশোচনা ও ক্ষমাপ্রার্থনা করেছেন।

একইসঙ্গে, এদিনের শুনানিতে শীর্ষ আদালত একটি বিস্তারিত নির্দেশনামা ইস্যু করেছে। তাতে বিচারক ও বিচারপতিদের সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, একজন বিচারক বা বিচারপতি যখন শুনানি প্রক্রিয়ার মাঝখানে কোনও 'ক্যাজুয়াল পর্যবেক্ষণ' করেন, তখন সেটি তাঁর ব্যক্তিগত পক্ষপাতিত্বকেই প্রকাশ্যে নিয়ে আসে। বিশেষ করে তা যদি হয় কোনও লিঙ্গ এবং গোষ্ঠীর বিরুদ্ধে।

উল্লেখ্য, কর্ণাটক হাইকোর্টের সংশ্লিষ্ট বিচারপতির করা উল্লেখিত বিতর্কিত মন্তব্যটির ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল। যা সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। গত ২০ সেপ্টেম্বর শীর্ষ আদালতের তরফ থেকে এই বিষয়ে কর্ণাটক হাইকোর্ট কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চাওয়া হয়।

সংশ্লিষ্ট ভিডিয়োয় কর্ণাটক হাইকোর্টের বিচারপতি বেদব্যাসাচার শ্রীসানন্দকে পূর্বেই উল্লেখিত 'পাকিস্তান' মন্তব্যটি করতে শোনা যায়। এক মহিলা আইনজীবীর উদ্দেশে তিনি এই মন্তব্য করেন। তার জেরে পরবর্তীতে এই ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে হস্তক্ষেপ করতে হয় শীর্ষ আদালতকে।

পরবর্তী খবর

Latest News

নিজের বা সমর্থকদের জন্য নয়, এই বিশেষ কারণে ওয়াংখেড়েতে শেষ ম্যাচ খেলেন সচিন তিন মিনিটের রিল পোস্ট করা যাবে এখন থেকে! ইনস্টাগ্রামে দারুণ নিয়ম Unknown Facts: সূর্যাস্তের পর কেন ফুল ও পাতা ছেঁড়া উচিত নয়? শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… কুবেরদেবের কৃপাধন্য এই রাশিগুলির প্রাপ্তির ঝুলি লম্বা! কী কী লাভ হয়? রঞ্জিত মল্লিকের বাড়িতে প্রসেনজিৎ-জিৎ-ঋতুপর্ণা! কোয়েলের মেয়ে দেখতেই কি এই জমায়েত এখনও চিকিৎসাধীন সইফ,বন্ধুকে হাসপাতালে দেখতে এলেন রানি মুখোপাধ্যায় মাহি-রোহিতের পাশে থাকবে ওঁর নাম, ঋষভকে নিয়ে ভবিষ্যৎবাণী সঞ্জীব গোয়েঙ্কার সঞ্জয়ের শাস্তির দিনেই বাসন্তীতে উদ্ধার ছাত্রীর বিবস্ত্র দেহ, নিখোঁজ ছিল ১২দিন যাকে বাদ দিয়েছেন ভারতীয় দল থেকে, তাঁর অধীনেই রঞ্জি খেলবেন রোহিত!

IPL 2025 News in Bangla

শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে ২ ইনিংসে ২বারই রানআউট! বিরক্ত কার্তিক বলছেন, ‘রান আউটের সঙ্গেই আমার লাভ স্টোরি…’ ‘মাহি ভাই বলত প্রসেস ফলো করতে, LSGতেও…’ অধিনায়ক হিসেবে প্রথম টার্গেট বললেন পন্ত ‘একটাই টেনশন ছিল, পঞ্জাব যদি আমায়…’ LSG অধিনায়ক হয়ে কোন চিন্তার কথা ফাঁস পন্তের? LSGর অধিনায়ক ঋষভ পন্ত! ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার, বললেন ‘যেভাবেই হোক ওকে দলে নিতাম’ সোমবার কলকাতায় ঘোষণা করা হবে LSG-র নতুন অধিনায়কের নাম! সিংহাসনে বসতে চলেছেন পন্ত ভাঙতে চলেছে রাহুলের স্বপ্ন! কার্তিক জানালেন কে হচ্ছেন DC-র নতুন ক্যাপ্টেন ‘ও যা করেছে, অতীতে আর কোন অধিনায়ক করেছে?’ অধিনায়কত্ব বিতর্কে রোহিতের পাশে যুবরাজ ফর্মে ফেরার বড় সুযোগ! IPL 2025-এর পরে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলবে ভারত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.