গার্হস্থ্য হিংসার আইন 'আইপিসি সেকশন ৪৯৮ এ' নিয়ে এবার জোরালো পর্যবেক্ষণ পেশ করল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত বলছে, এই আইনটি রয়েছে সবচেয়ে বেশি অপব্যবহার হওয়া আইনের তালিকায়। এই বিষয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গভাই তাঁর বক্তব্যের সপক্ষে একটি ঘটনার কথা তুলে ধরেন।
সুপ্রিম কোর্টে চলছিল একটি দাম্পত্য কলহের মামলা। যার কেন্দ্রে ছিল খরপোশ ইস্যু। মামলার শুনানি চলছিল, বিচারপতি বি আর গভাই, বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র, বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে। সেই সময়ই বিচারপতি বিআর গভাই বলেন,'এই সমস্ত ক্ষেত্রে স্বাধীনতা পাওয়াটাই বড় ব্যাপার।' তিনি তাঁর মন্তব্যের সমর্থনে একটি কেসের কথা তুলে ধরেন, যেখানে এক ব্যক্তিকে তাঁর বিচ্ছিন্ন হওয়া স্ত্রীকে ৫০ লাখ টাকা খরপোশ দিতে হয়েছিল, যেখানে ওই ব্যক্তি ও তাঁর স্ত্রী বিয়ের পর থেকে একদিনও একসঙ্গে থাকেননি। এই মামলার প্রসঙ্গ তুলে গভাই বলেন,' নাগপুরে, আমি দেখেছি (একটি কেস) যেখানে ছেলেটি যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন, (এবং) একটি অসম্পূর্ণ বিয়ের জন্য তাঁকে ৫০ লাখ টাকা দিতে হয়েছিল। তাঁরা (ওই দম্পতি) একসঙ্গে একদিনও থাকেননি। আমি খোলাখুলি বলেছি ডোমেস্টিক ভায়োলেন্স, ৪৯৮এ সবচেয়ে অপব্যবহৃত বিধানগুলির মধ্যে একটি। আমার ভাইয়েরা একমত হতে পারে।'
বহুকাল ধরেই আইপিসির ৪৯৮ এ নিয়ে বিতর্ক চরমে ছিল। বহু দিন ধরেই এই ইস্যুতে বিতর্ক দেখা দেয়। অনেকেই এই বিতর্কে দাবি করেন যে, এই ধারা বহু মহিলা অন্যায়ভাবে অপব্যবহার করেন। গত মাসেই বম্বে হাইকোর্ট এই বিধানের অপব্যবহার নিয়ে সরব হয়েছে। আদালত বৈবাহিক নিষ্ঠুরতার প্রকৃত শিকারদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে কিন্তু উল্লেখ করেছে যে এই অপরাধের শাস্তি প্রদানকারী আইন প্রায়ই অপব্যবহার করা হয়।
এই বছরের মে মাসে, কেরল হাইকোর্ট তুলে ধরেছে যে বৈবাহিক বিবাদে জড়িত বহু স্ত্রীরা প্রায়ই প্রতিশোধ নেওয়ার জন্য স্বামী এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে এই ধরনের ফৌজদারি কার্যক্রম শুরু করে থাকেন।