বাংলা নিউজ > ঘরে বাইরে > SC on Demonitisation: নোটবাতিলের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের বড় রায় আসন্ন ২ জানুয়ারি

SC on Demonitisation: নোটবাতিলের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের বড় রায় আসন্ন ২ জানুয়ারি

সুপ্রিম কোর্ট।

২০২৩ সালের জানুয়ারি মাসে আসতে চলেছে নোট বাতিল নিয়ে বড় রায়। জানুয়ারি মাসের ৪ তারিখে অবসর নিচ্ছেন সুপ্রিম কোর্টের বিচারপতি এসএ নাজির। তিনিই সম্ভবত ২ জানুয়ারি রায় দিতে চলেছেন এই ইস্যুতে।

২০১৬ সাল ভারতে নোট বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেছিল মোদী সরকার। যে সিদ্ধান্তের জেরে রাতারাতি বাতিল হয়েছিল তৎকালীন ৫০০ ও ১০০০ টাকার নোট। সেই সিদ্ধান্ত কতটা বৈধ? এই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে একাধিক মামলার আবেদন পেশ হয়। সেই সমস্ত আবেদনের শুনানি সম্পন্ন হবে ২ জানুয়ারি।

উল্লেখ্য, জানুয়ারি মাসের ৪ তারিখে অবসর নিচ্ছেন সুপ্রিম কোর্টের বিচারপতি এসএ নাজির। তিনিই ২ জানুয়ারি রায় দিতে চলেছেন এই ইস্যুতে। উল্লেখ্য, দেশের শীর্ষ আদালত গত ৭ ডিসেম্বরই কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্ককে নির্দেশে জানায় নোটবাতিল সংক্রান্ত যা যা তথ্য তাদের কাছে আছে তা যেন তারা পেশ করে। ২০১৬ সালের নোট বাতিল নিয়ে এই নথি তাদের পেশ করতে বলা হয়েছে। এছাড়াও কোর্ট তার সিদ্ধান্ত রিজার্ভ করে রেখেছে। যে বেঞ্চ এই রায় দিতে চলেছে সেখানে থাকতে চলেছেন, বিচারপতি এএস বোপান্না , বিআর গভাই, ভি রামাসুব্রহ্মণ্যম এবং বি ভি নাগারথনা।

 উপস্থিত থাকবেন আরবিআইয়ের আইনজীবী। মামলাকারীর তরফের আইনজীবী। উপস্থিত থাকবেন পি চিদাম্বরম ও শ্যাম দিবানের মতো আইনজীবীরা। ফলে এই হাইভোল্টেজ শুনানি ঘিরে  স্বভাবতই পাদ চড়তে থাকবে। প্রসঙ্গত, ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল করাকে গভীরভাবে ত্রুটিপূর্ণ বলে অভিহিত করে, পি চিদাম্বরম যুক্তি দিয়েছিলেন যে, সরকার নিজেরাই আইনি দরপত্র সম্পর্কিত কোনও প্রস্তাব শুরু করতে পারে না, যা শুধুমাত্র আরবিআই-এর কেন্দ্রীয় বোর্ডের সুপারিশে করা যেতে পারে। সেই মর্মে উঠেছে বহু সওয়াল।

২০১৬ সালের নোট বাতিলের অনুশীলনের পুনর্বিবেচনার জন্য শীর্ষ আদালতের প্রচেষ্টাকে প্রতিহত করে, সরকার বলেছিল যে আদালত এমন একটি বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না যেখানে ঘড়ির কাঁটাকে উল্টো দিকে ঘুরিয়ে বা ভাজা ডিমকে পুরনো অবস্থায় ফিরিয়ে দেওয়ার চেষ্টায় কোনও বাস্তবিক ত্রাণ দেওয়া সম্ভব। এদিকে, দেশের রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল নোটবাতিলের সময় সাময়িক কষ্ট হয়েছে, তবে পরবর্তীতে সমস্যা কাটাতে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার সমাধানের রাস্তাও বের হয়েছে। প্রসঙ্গত, একটি হলফনামায়, কেন্দ্র সম্প্রতি শীর্ষ আদালতকে বলেছে যে নোটবাতিলের অনুশীলন একটি ‘সুবিবেচিত’ সিদ্ধান্ত এবং জাল টাকা, সন্ত্রাসে অর্থ বিনিয়োগ, কালো টাকা এবং কর ফাঁকির হুমকির বিরুদ্ধে লড়াই করার জন্য একটি বৃহত্তর কৌশলের অংশ এই নোটবাতিল। এই পরিস্থিতিতে ২ রা জানুয়ারির রায়ের দিকে তাকিয়ে গোটা দেশ।

 

 

 

 

 

 

 

 

 

 

ঘরে বাইরে খবর

Latest News

ভোটের মুখে মাথায় হাত রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.