বাংলা নিউজ > ঘরে বাইরে > বিচারপতির বিদায়ী অনুষ্ঠানে ভাষণে বাধা, বোবডেকে নালিশ আইনজীবী সংগঠনের সভাপতির

বিচারপতির বিদায়ী অনুষ্ঠানে ভাষণে বাধা, বোবডেকে নালিশ আইনজীবী সংগঠনের সভাপতির

বিচারপতি অরুণ মিশ্রর বিদায়ী অনুষ্ঠানে উদ্দেশ্যপ্রণোদিত তাঁকে ভাষণ দেওয়া থেকে বঞ্চিত করা হয়েছে বলে প্রধান বিচারপতির কাছে অভিযোগ SCBA সভাপতি দুষ্মন্ত দাভের।

প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবডেকে চিঠি লিখে অভিযোগ করলেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি দুষ্মন্ত দাভে।

বিচারপতি অরুণ মিশ্রর বিদায়ী অনুষ্ঠানে উদ্দেশ্যপ্রণোদিত তাঁকে ভাষণ দিতে দেওয়া হয়নি অভিযোগ জানিয়ে প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবডেকে চিঠি লিখলেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি দুষ্মন্ত দাভে।

দাভের অভিযোগ, ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে তাঁকে ওই অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট। তাঁকে পাঠানো লিঙ্ক ব্যবহার করে তিনি যথা সময়ে লগ ইন-ও করেন। কিন্তু ইচ্ছাকৃত তাঁর মাইক্রোফোন মিউট করে দিয়ে তাঁকে ভাষণ দিতে দেওয়া হয়নি।

প্রসঙ্গত, রীতি অনুযায়ী সুপ্রিম কোর্টের কোনও বিচারপতি অবসর নিলে তাঁর বিদায়ী অনুষ্ঠানে শীর্ষ আদালতে কর্মরত আইনজীবীদের প্রতিনিধি হিসেবে বার অ্যাসোসিয়েশনের সভাপতির উপস্থিতি এবং ভাষণ দেওয়া দস্তুর। 

প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে দাভে জানিয়েছেন, ‘আমি জানাতে চাই যে, আজ বিচারপতি অরুণ মিশ্রর বিদায়ী অনুষ্ঠানে আমার সঙ্গে যে আচরণ করা হয়েছে তা নিন্দনীয় ও হতাশাজনক। গোটা ঘটনা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ও একজিকিউটিভ কমিটির তরফে আমার ভাষণ রোধ করার জন্যই গোটা ঘটনা সৃষ্টি করা হয়েছিল। আমন্ত্রণ জানানো এবং তা স্বীকার করে অনুষ্ঠানে উপস্থিত থেকেও এই আচরণ বার অ্যাসোসিয়েশন এবং ব্যক্তিগত ভাবে আমার প্রতি প্রতিকূলতার পরিচায়ক।’

বার অ্যাসোসিয়েশনের তরফেও বিচারপতি অরুণ মিশ্রকে পৃথক বিদায়ী সম্বর্ধনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে কোভিড পরিস্থিতিতে বিবেকের তাড়নায় কোনও বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত থাকতে অস্বীকার করেন বিচারপতি। 

বুধবার দুপুর ১২.২০ টায় ভিডিয়ো কনফারেন্সিং মারফৎ সুপ্রিম কোর্টের বিদায়ী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে লগইন করেন দুষ্মন্ত দাভে। প্রথম দিকে তাঁকে অনুষ্ঠানে উপস্থিত অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল ও সলিসিটর জেনারেল তুষার মেহতার সঙ্গে কথাবার্তায় মেতে উঠতে দেখা যায়। 

দাভের অভিযোগ, অনুষ্ঠানে কে কে বেণুগোপাল এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাসোসিয়েশনের সভাপতি শিবাজি যাদবকে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানোর পরেই তাঁর মাইক্রোফোন অচল করে দেওয়া হয়। 

তিনি জানিয়েছেন, এই বিষয়ে সেক্রেটারি জেনারেল সঞ্জীব কলগাঁওকরের সঙ্গে তিনি যোগাযোগ করলেও সময়মতো কোনও সাড়া পাননি। পরে দুপুর ১.০২ নাগাদ কলগাঁওকর তাঁকে জানান, বিষয়টি দেখতে তিনি রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছেন। কিন্তু তত ক্ষণে অনুষ্ঠান থেকে লগ অফ হয়য়েছিলেন দাভে।

পরবর্তী খবর

Latest News

রবিতে বৃষ্টি হবে, সোমে ভারী বর্ষণ শুরু, মঙ্গল থেকে আরও বাড়বে, কোথায় সতর্কতা? মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল ৭ অগস্ট স্বপ্ন ভেঙেছিল, ১ মাস পরে সেই ‘ডিসকোয়ালিফিকেশন’-র কারণে সোনা পেল ভারত! ২ মিনিটে ২ ঐতিহাসিক পদক ভারতের! ২০০ মিটারে সিমরান, জ্যাভেলিনে নভদীপ, মোট কত হল? 'পাপের ঘড়া উলটোয়, ২০ বছর সময় লাগল, সে লাগুক…',অরিন্দমকে নিয়ে বিস্ফোরক স্বস্তিকা UGC-NET কত নম্বর পেতে পারেন? মিলল আভাস, কীভাবে অ্যানসার কি চ্যালেঞ্জ করবেন? ইংল্যান্ডের ৩২৫ রানের জবাবে লড়ছে শ্রীলঙ্কা! ৯৩/৫ থেকে দ্বিতীয় দিনের শেষে ২১১/৫… 'বিয়ের পর থেকে পাইনি …' ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাঞ্চনের বিষয়ে কী বললেন শ্রীময়ী? শুধু একটা শব্দ ‘‌আসি’‌, নাড়িয়ে দিল লালবাজারকে, মহিলার প্রাণ বাঁচাল পুলিশ ভূটানে একান্তে স্ত্রী কোয়েলের সঙ্গে ছুটি কাটাচ্ছেন অরিজিৎ, সামনে এল ছবি...

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.