বাংলা নিউজ > ঘরে বাইরে > বোবডের নির্দেশেই কি দ্রুত শুনানি অর্ণবের আর্জির, প্রশ্ন এসসিবিএ সভাপতির

বোবডের নির্দেশেই কি দ্রুত শুনানি অর্ণবের আর্জির, প্রশ্ন এসসিবিএ সভাপতির

অর্ণব গোস্বামীর জামিনের আবেদনের ‘অসাধারণ’ লিস্টিং প্রক্রিয়া নিয়ে আপত্তি তুললেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি দুষ্যন্ত দাভে।

গতকাল আবেদন জমা পড়ল, সঙ্গে সঙ্গে ডায়ারি নম্বর দিয়ে দেওয়া হল এবং বুধবার শুনানি তালিকায় তা অন্তর্ভুক্ত করা হল। শাসন ক্ষমতার চূড়ান্ত অপব্যবহারের এ এক দৃষ্টান্ত বিশেষ।

রিপাবলিক টিভি চ্যানেলের এডিটর-ইন-চিফ অর্ণব মনোরঞ্জন গোস্বামীর জামিনের আবেদনের ‘অসাধারণ’ লিস্টিং প্রক্রিয়া নিয়ে আপত্তি জানালেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের (এসসিবিএ) সভাপতি দুষ্যন্ত দাভে। প্রধান বিচারপতির নির্দেশেই আবেদনের এ হেন লিস্টিং হয়েছে কি না, তাই নিয়ে শীর্ষ আদালতের সেক্রেটারি জেনারেলের কাছে প্রশ্ন তুললেন তিনি। 

বুধবার অর্ণবের জামিনের আবেদন সুপ্রিম কোর্ট মঞ্জুর করে দিলেও রয়ে গিয়েছে বেশ কয়েকটি প্রশ্ন। সুপ্রিম কোর্টে জমে থাকা অসংখ্য গুরুত্বপূর্ণ মামলার শুনানি স্থগিতথাকলেও কী কারণে আবেদন জানানোর পরের দিনই শুনানির দিন ধার্য করা হল, তাই নিয়ে প্রশ্ন তুলছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেল সঞ্জীব এস কালগাঁওকরকে পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, ‘এসসিবিএ সভাপতি হিসেবে আপনাকে এই চিঠি লিখে আগামিকাল (বুধবার) ওই মামলার শুনানি লিস্টিংয়ের অন্তর্ভুক্ত হওয়ার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যদিও ওঁর (অর্ণব গোস্বামী) সুপ্রিম কোর্টে আবেদন জানানোর বিষয়ে হস্তক্ষেপ করার কোনও অভিপ্রায় আমার নেই। কিন্তু এখানে উদ্বেগের বিষয় হল, কোভিড অতিমারী পরিস্থিতির মধ্যে গত আট মাস যাবৎ আপনার নেতৃত্বে থাকা রেজিস্ট্রি শুনানি লিস্টিংয়ের ব্যাপারে পক্ষপাতিত্বকে প্রশ্রয় দিচ্ছে।’

কোনও রকম সরকারি শিরোনামহীন ওই চিঠিতে লেখা হয়েছে, ‘বিষয়টি উদ্বেগজনক কারণ যখনই অর্ণব গোস্বামী সুপ্রিম কোর্টে আবেদন জানাতে চান, তখনই তাঁর আর্জি অগ্রাধিকার পায়।’

দাভের দাবি, একাধিক আইনজীবীর থেকে তিনি অভিযোগ পেয়েছেন যে, বহু দিন ধরে তাঁদের দায়ের করা বহু জরুরি শুনানির দিন মাসের পর মাস ধার্য করেনি সুপ্রিম কোর্ট। তার মধ্যে বেশ কয়েকটি জামিনের আবেদনও রয়েছে বলে জানিয়েছেন দাভে। অথচ অর্ণবের জামিনের আবেদন তড়িঘড়ি শুনানি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ এসসিবিএ সভাপতির।

২০১৮ সালের এক আত্মহত্যা সংক্রান্ত মামলায় বম্বে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে গত সোমবার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন অর্ণব। দাভের দাবি, ‘গতকাল আবেদন জমা পড়ল, এবং সঙ্গে সঙ্গে চূড়ান্ত না হলেও ডায়ারি নম্বর দিয়ে দেওয়া হল এবং বুধবারের শুনানি তালিকায় তা অন্তর্ভুক্ত করা হল। শাসন ক্ষমতার চূড়ান্ত অপব্যবহারের এ এক দৃষ্টান্ত বিশেষ। বোঝাই যাচ্ছে, যিনিই এই নির্দেশ দিয়ে থাকুন, তিনি শাসকদলের পক্ষে। মনে হচ্ছে বিশেষ কোনও কোনও আইনজীবীর মক্কেলদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যা সুপ্রিম কোর্টের মতো মহান প্রতিষ্ঠানের ভাবমূর্তির পক্ষে কখনই সহায়ক নয়।’

চিঠিতে দাভে আরও লিখেছেন, ‘সকলেরই জানা আছে, এমন নজিরবিহীন দ্রুত লিস্টিং প্রধান বিচারপতির বিশেষ নির্ধেশ ছাড়া সম্ভব নয়।’

কোনও বিশেষ মামলার শুনানির লিস্টিং সম্পর্কে উল্লেখ না করলেও দাভের ইঙ্গিত কংগ্রেস নেতা পি চিদম্বরমের জামিনের শুনানির দিকেই ইঙ্গিত করছে। মামলার শুনানির দিন ধার্য না হওয়ায় বর্ষীয়ান রাজনীতিককে দীর্ঘ কয়েক মাস হাজতবাস করতে হয়। দাভের প্রশ্ন, লিস্টিং প্রক্রিয়া কম্পিউটার ভিত্তিক হওয়া সত্ত্বেও কী করে এমন হতে পারে? এ ছাড়া, মামলা বিষয়ক নথি শুধুমাত্র কয়েকটি বেঞ্চের মধ্যে সরবরাহ করা হতে পারে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি।

পরবর্তী খবর

Latest News

IPL 2025-র বিজয়ী দল কত টাকা পুরস্কার পেতে পারে? টুর্নামেন্টের সেরা তারকা কত পায়? 'ফুরফুরায় সফল হয়নি মমতার ইফতার পার্টি', বিস্ফোরক ত্বহা, বললেন- 'ঘেন্না হচ্ছে...' চুল পড়া, খুশকির সমস্যা উধাও হবে নয়নতারার গুণে! এভাবে মাখলেই সবচেয়ে বেশি উপকার বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৮ মার্চের রাশিফল সেই ১৪ বছর থেকে গাইছেন গান, ৪১-এ এসে কত কোটির মালিক শ্রেয়া? গাড়ি-বাড়িই বা কটি? 'লেখিকা হিসেবেও আমন্ত্রণ...', 'অক্সফোর্ড বিতর্কে' এবার নয়া দাবি মমতার সরকারের প্রথম সপ্তাহেই KKR-এর জোড়া ম্যাচ, IPL 2025-এর শুরুর ৭ দিনের সূচিতে চোখ রাখুন মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৮ মার্চের রাশিফল এবার চৈত্র মাসে বিরল যোগে শনি অমাবস্যা, ইচ্ছা পূরণের জন্য কীভাবে করবেন পুজো? নাথু লায় বরফ দেখতে রেকর্ড ভিড়, এই এলাকায় সফরের আদর্শ সময় কোনটি? দেখে নিন

IPL 2025 News in Bangla

IPL 2025-র বিজয়ী দল কত টাকা পুরস্কার পেতে পারে? টুর্নামেন্টের সেরা তারকা কত পায়? প্রথম সপ্তাহেই KKR-এর জোড়া ম্যাচ, IPL 2025-এর শুরুর ৭ দিনের সূচিতে চোখ রাখুন বিশ্বসেরা অল-রাউন্ডারকে নিয়ে দুশ্চিন্তায় শ্রেয়সরা, কবে যোগ দেবেন IPL 2025-এ? দুশ্চিন্তা দূর করে KKR শিবিরে ঢুকে পড়লেন চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী দুই সুপারস্টার ভিডিয়ো: অনুশীলনে ‘ক্লিন বোল্ড’ কোহলি! IPL 2025 শুরুর আগেই মন ভাঙল বিরাট ভক্তদের RCB Unbox 2025: প্রয়াত দক্ষিণী স্টারকে কোহলিদের শ্রদ্ধার্ঘ্য! আবেগে চিন্নাস্বামী IPL: দলের বোলারদের খেলতেই নাকানিচোবানি, প্রস্তুতি ম্যাচে ফের ব্যর্থ KKR অধিনায়ক হঠাৎ রেগে গেলেন রোহিত শর্মা! ছুটি কাটিয়ে দেশে ফেরার সময়ে এয়ারপোর্টে কী এমন ঘটল? ব্র্যাভো ও ভরত অরুণের সাহায্যে ছন্দে ফিরতে চান, KKR-এ ফিরে উচ্ছ্বসিত সাকারিয়া IPL 2025: দীর্ঘ রেসের ঘোড়া… অধিনায়ক রজত পতিদারকে নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী কোহলির

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.