বাংলা নিউজ > ঘরে বাইরে > স্কুলে আয়োজিত 'মন কি বাত' শোনার আসরে অনুপস্থিতি, পড়ুয়াদের জরিমানা হল ১০০ টাকা! কর্তৃপক্ষের কাছে গেল শিক্ষা দফতরের নোটিস

স্কুলে আয়োজিত 'মন কি বাত' শোনার আসরে অনুপস্থিতি, পড়ুয়াদের জরিমানা হল ১০০ টাকা! কর্তৃপক্ষের কাছে গেল শিক্ষা দফতরের নোটিস

মন কি বাত অনুষ্ঠান শোনায় যোগদান নিয়ে বিপাক।

স্কুলের তরফে ‘মন কি বাত’ অনুষ্ঠানের শ্রোতার তালিকায় থাকা যে পড়ুয়ারা সেদিন স্কুলে আসেনি, তাদের প্রত্যেককে ১০০ টাকা জরিমানা দিতে বলে। এমনই অভিযোগ দায়ের হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রেডিও শো 'মন কি বাত' সদ্য ১০০ তম পর্বে পা রেখেছে। সেই উপলক্ষ্যে এপ্রিলের শেষ রবিবার বিভিন্ন জায়গায় জমায়েত করে ওই অনুষ্ঠান শোনা হয়। এদিকে, অভিযোগ, দেরাদুনের একটি স্কুলে রবিবার যে পড়ুয়ারা মন কি বাত শুনতে আসেনি, তাদের ১০০ টাকা করে জরিমানা ধার্য করে স্কুল। এরপরই সেরাজ্যের স্কুল শিক্ষা মন্ত্রক থেকে ওই প্রাইভেট স্কুলে এসেছে শো কজ নোটিস।

দেরাদুনের নির্জনপুরের এক প্রাইভেট স্কুলের ঘটনা এটি। রবিবার ওই স্কুলে আয়োজন করা হয়েছিল, 'মন কি বাত' রেডিও শো শোনার অনুষ্ঠান। সেখানে স্কুল পড়ুয়াদের যোগ দেওয়ার কথা ছিল শ্রোতা হিসাবে। তবে অনেকেই সেই দিন অনুপস্থিত ছিল। এরপরই স্কুলের তরফে ‘মন কি বাত’ অনুষ্ঠানের শ্রোতার তালিকায় থাকা যে পড়ুয়ারা সেদিন স্কুলে আসেনি, তাদের প্রত্যেককে ১০০ টাকা জরিমানা দিতে বলে। এই অভিযোগ, যায় সেরাজ্যের শিক্ষা দফতরের কাছে। অভিযোগ জানান, ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর পেরেন্টস অ্যান্ড স্টুডেন্ট রাইটস-এর আরিফ খান। তাঁর অভিযোগ যায় সোজা দেরাদুনের চিফ এডুকেশন অফিসারের কাছে। আরিফ খান বলছেন, ‘আমরা পদক্ষেপের দাবি করেছি। যার পরে জেলা শিক্ষা দফতর স্কুলকে উত্তর দেওয়ার জন্য এটি নোটিস পাঠায়।’

( বিয়ে বাড়ির ভোজের মাঝে হনুমানের ঝাঁকের তাণ্ডব! ঘটে গেল মর্মান্তিক কাণ্ড)

( দোকানের কাবাবের স্বাদ অপছন্দ, রাঁধুনিকে গুলি করে খুন! ধৃত অভিযুক্ত)

জেলা শিক্ষা দফতর বলছে,'স্কুল থেকে উত্তর পাওয়ার পর আমরা বিস্তারিত তদন্ত করব এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে'। জেলা শিক্ষা দফতরের তরফে চিফ এডুকেশন অফিসার প্রদীপ কুমার বলছেন,' ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর প্যারেন্টস অ্যান্ড স্টুডেন্টস রাইটস-এর সভাপতির অভিযোগের ভিত্তিতে আমরা স্কুলের ম্যানেজমেন্টকে নোটিশ পাঠিয়েছি এবং তিন দিনের মধ্যে এই বিষয়ে জবাব চেয়েছি।' তিনি আরও বলেন,' এবং যদি স্কুলটি তিন দিনের মধ্যে তার মামলা উপস্থাপন না করে, তবে বোঝা যাবে যে স্কুলের তরফে ছাত্রদের কাছ থেকে টাকা চাওয়া হয়েছিল।'

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

 

বন্ধ করুন