বাংলা নিউজ > ঘরে বাইরে > School Principal Molested Many Students: ছাত্রীদের অফিসে ডেকে চলত ‘কুকর্ম’, প্রিন্সিপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

School Principal Molested Many Students: ছাত্রীদের অফিসে ডেকে চলত ‘কুকর্ম’, প্রিন্সিপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

ছত্তিশগড়েক এক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। ছবিটি প্রতীকী - পিক্স্যাবি।

ছত্তিশগড়েক এক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। ছাত্রীদের অভিযোগ, প্রধান শিক্ষক নিজের অফিসের চেম্বারে ডেকে নিয়ে শ্লীলতাহানি করত তাঁদের।

শিক্ষকরাই জাতি গড়ে তোলার কারিগর। তবে শিক্ষকই যখন কুকর্ম করেন, তখন? সম্প্রতি একটি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলল অন্তত ছ’জন ছাত্রীর অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের দুর্গে। এই আবহে শনিবার শ্লীলতাহানির অভিযোগে স্কুলের অধ্যক্ষতে গ্রেফতার করেছে পুলিশ। ছাত্রীদের অভিযোগ, অধ্যক্ষ তাঁদের তার অফিসের চেম্বারে ডেকে নিয়ে শ্লীলতাহানি করত।

এই ঘটনা বহুদিন ধরে চলে এলেও শনিবারই তা প্রকাশ্যে আসে। দুর্গের শান্তিনগর এলাকায় অবস্থিত বেসরকারি স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন বেশ কয়েকজন ছাত্রীর অভিভাবকরা। জানা গিয়েছে, ছয় জনেরও বেশি স্কুল পড়ুয়া তাদের পরিবারকে নিয়ে সুপেলা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগকারী সকল ছাত্রী নাবালিকা বলে জানা গিয়েছে। এরপরই স্কুলের অধ্যক্ষকে হেফাজতে নেওয়া হয়। এদিকে এই ঘটনায় নির্যাতিতা ছাত্রীদের অভিভাবকরা হতভম্ব। স্কুলের প্রধান শিক্ষক এমনটা করতে পারে, বিশ্বাসই হচ্ছে না অনেকের। এই আবহে অভিযুক্ত শিক্ষকের কড়া শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

ঘটনা প্রসঙ্গে সুপেলা থানার স্টেশন হাউস অফিসার দুর্গেশ শর্মা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘শিশুরা অভিযোগ করে যে অধ্যক্ষ নিজের অফিসের চেম্বারে ডেকে নিয়ে কুকর্ম করত তাদের সঙ্গে। আরও তদন্ত চলছে।’ জানা গিয়েছে, ঘটনার বিশদ জানতে ধৃত শিক্ষককে জেরা করছে পুলিশ। এই ছ’জন ছাত্রী ছাড়া অন্য কারও সঙ্গে সে অশালীন আচরণ করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। স্কুলের অন্যান্য শিক্ষক এবং পড়ুয়াদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

বন্ধ করুন