মোটরবাইক চোরচক্র চালানোর অভিযোগে গ্রেফতার হলেন কাটিহারের সরকারি স্কুলের এক শিক্ষক। ধৃতের হেফাজত থেকে মে মাসে চুরি যাওয়া একটি বাইক ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
কাটিহারের এসডিপিও অনিল কুমার জানিয়েছেন, মফসসিল থানার অন্তর্গত লগনটোলার সরকারি প্রাথমিক স্কুলে বহাল হয়েছিলেন বছর তিরিশের মুকেশ কুমার মণ্ডল। পুলিশের দাবি, জেরায় নিজের অপরাধের কথা কবুল করেছে ওই যুবক।
মুকেশকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে পুর্ণিয়া জেলার মরঙ্গা থানার কাছে নেওয়া লাল চওক এলাকা থেকে একাধিক চোরাই মোটরবাইক উদ্ধার করেছে পুলিশ। চোরচক্রের দুই সদস্য পাপ্পু যাদব ও রাজু মণ্ডলকে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করে পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশকর্তা জানিয়েছেন, চোরচক্রের মাথা হিসেবে বেশ কয়েক বছর যাবত গোপনে বিস্তীর্ম অঞ্চলজুড়ে মোটরবাইক চুরির কারবার ফেঁদে বসেছিল মুকেশ। পুলিশের দাবি, এই অঞ্চলে অপরাধে যুক্ত থাকার সন্দেহে গোয়েন্দা নজরে পুর্ণিয়ার প্রায় ৫০ জন সরকারি স্কুলের শিক্ষকের নাম উঠে এসেছে। একে একে তারা পুলিশের জালে ধরা পড়বে বলে মনে করছেন ওই পুলিশকর্তা।
প্রসঙ্গত, ২০১৮ সালে কাটিহার জেলায় লুঠতরাজের অভিযোগে গ্রেফতার হয়েছিল সরকারি স্কুলে কর্মরত দুই শিক্ষক। তাদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগও উঠেছিল।
কাটিহারের আঞ্চলিক উপ-অধিকর্তা (শিক্ষা) দীনেশ চন্দ্র দেব এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষকরা দোষী প্রমাণিত হলে তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হবে।