বাংলা নিউজ > ঘরে বাইরে > হিমবাহের গতিপ্রকৃতির পূর্বাভাস দিতে নয়া উদ্যোগ বিজ্ঞানীদের

হিমবাহের গতিপ্রকৃতির পূর্বাভাস দিতে নয়া উদ্যোগ বিজ্ঞানীদের

হিমবাহের গতিপ্রকৃতির পূর্বাভাস দিতে নয়া উদ্যোগ বিজ্ঞানীদের (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)

হিমবাহ কীভাবে এগিয়ে চলে, তা বোঝায় চেষ্টায় বিজ্ঞানীরা।

জলবায়ু পরিবর্তনের অনেক প্রভাব মানুষ এখনই হাড়ে হাড়ে টের পাচ্ছেন৷ কিন্তু লোকচক্ষুর অন্তরালে হিমবাহের গতিপ্রকৃতির উপরও সমুদ্রের জলের উচ্চতা নির্ভর করছে৷ তাই বিজ্ঞানীরা বরফের সেই জগত আরও ভালোভাবে বোঝার চেষ্টা করছেন৷

সুইজারল্যান্ডের আল্পস পর্বতের উপর রোন হিমবাহের উপর গবেষকরা অসাধারণ ঘটনার অনুসন্ধান করছেন৷ হিমবাহ কীভাবে এগিয়ে চলে এবং ধীরে হলেও নীচের উপত্যকায় গড়িয়ে পড়ে, আরও ভালোভাবে তা জানতে চান তাঁরা৷ গ্লেসিয়ারের এই চলনশীলতা গোটা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ৷ গবেষক দলের অন্যতম সদস্য ফাবিয়ান ভাল্টার বলেন, ‘রোন-সহ বিশ্বের সব হিমবাহই নীচের দিকে এগিয়ে চলেছে বলে গোটা বিশ্বের জন্য এটা প্রাসঙ্গিক৷ সবচেয়ে বড় বরফের চাদরের উপর একাধিক বিশাল হিমবাহ রয়েছে, যেখানে স্লাইডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া৷'

হিমবাহের ‘স্লাইডিং' প্রক্রিয়ার গতিপ্রকৃতি দেখে জানা যায়, যে সেটি সামনের দিকে এগোচ্ছে, পিছনে টান পড়ছে না স্থিতিশীল রয়েছে৷ গ্লেসিয়ার মুভমেন্ট না বুঝলে আমরা ভবিষ্যতের পূর্বাভাস দিতে পারব না৷ বলতে পারব না, সেটির আচরণ কেমন হবে, সমুদ্রে জলের উচ্চতা বাড়ার ক্ষেত্রে সেটির ভূমিকা কী হবে৷'

মাধ্যাকর্ষণ শক্তি গ্লেসিয়ারের বেসের উপত্যকার দিকে টানে৷ ব্যাপারটা অনেকটা মধুর স্রোতের মতো৷ বরফ উপত্যকার মাটির উপর দিয়ে যাওয়ার সময় পাথরের মতো বাধার সম্মুখীন হতে পারে৷ চাপ খুব বেড়ে গেলে বরফের স্তর কখনও ভূমিকম্পের মতো আচমকা নড়ে ওঠে৷ এমন ‘আইসকোয়েক' বা ‘বরফকম্প' উপরিভাগে ঘটলে অতি সংবেদনশীল ফাইবার অপটিক কেবল দিয়ে পরিমাপ করা সম্ভব৷ হিমবাহের গতিবিধি টের পেতে সেটি গুরুত্বপূর্ণ এক সূচক৷ হিমবাহ বিশেষজ্ঞ হিসেবে ফাবিয়ান ভাল্টার বরফের মধ্যে এমনই এক কেবল পেতেছেন৷ তিনি বলেন, ‘এই কেবলের মাধ্যমে আমরা কয়েকশো মিটার গভীরে উঁকি দিতে পারি৷ হিমবাহের গভীর অংশ থেকে কম্পন এলে আমরা সেটি পরিমাপ করতে পারি৷'

হিমবাহের গতিবিধি বুঝতে বিস্তীর্ণ অংশজুড়ে আইসকোয়েক পরিমাপ করা অত্যন্ত জরুরি৷ কম্পিউটারের বিশ্লেষণের মাধ্যমে গ্লেসিায়ারের ভেতরে টানাপড়েন টের পাওয়া যায়৷ ফাবিয়ান ভাল্টার সেই প্রক্রিয়া ব্যাখ্যা করে বলেন, ‘কেবলের মাধ্যমে আমরা যে কম্পন রেকর্ড করছি, তার ভিত্তিতে এই রিয়েল লাইফ ডেটা পাওয়া যাচ্ছে৷ গ্লেসিয়ার বেড বা বেদির ব্যাপারে আমাদের আগ্রহ সবচেয়ে বেশি৷ সেটাই হিমবাহের ডাইনামিক্সের কেন্দ্র৷ কোনও হিমবাহ বিশাল পরিমাণ বরফগলা জল সৃষ্টি করলে সেই জল জমে বেদি খুব দুর্বল হয়ে ওঠে এবং হিমবাহ পিছলে শুরু করে৷ বিশ্বের যে সব হিমবাহের বেদি জমাট নয়, সেখানে এমন স্লাইডিং প্রক্রিয়া দেখা যায়৷ সেটাই ‘গ্লেসিয়ার ডাইনামিক্স'-এর উৎস৷'

হিমবাহের গতিশীলতা ভিতরের জলের উপরেও নির্ভর করে৷ পোর্টেবল রাডার যন্ত্রের মাধ্যমে গবেষকরা সেই পানি শনাক্ত করেছেন৷ অর্থাৎ ডাইনামিক্সের উপর গলা জলেরও প্রভাব রয়েছে৷ হিমবাহের উপর চিড় বা গর্তের মাধ্যমে জলের ভিতরে প্রবেশ করে৷ তারপর গ্লেসিয়ার বেডে পৌঁছে একেবারে চূড়ান্ত প্রান্তে চলে যায়, যা ‘স্নাউট' নামে পরিচিত৷ পানি সেখানে লুব্রিকেন্ট হিসেবে ঘর্ষণ কমায় বলে হিমবাহ আরেও দ্রুত গতিতে পিছলে যায়৷

রোন নদীর উৎসের মতো আল্পস পর্বতের গ্লেসিয়ারগুলি বছরে সর্বোচ্চ ২০০ মিটার পিছলে যায়৷ অন্যদিকে গ্রিনল্যান্ডের বিশাল বরফের চাদর বছরে ৭,০০০ মিটার পর্যন্ত এগিয়ে যেতে পারে, যার গতি আল্পসের তুলনায় ৩৫ গুণ দ্রুত৷ কিন্তু সেগুলি বয়ে চলার প্রাকৃতিক প্রক্রিয়া সব ক্ষেত্রেই এক৷ ফলে আল্পস পর্বতে যে তথ্য পাওয়া যাচ্ছে, সেটি কাজে লাগিয়ে বিজ্ঞানীরা গ্রিনল্যান্ডের হিমবাহের গতিপ্রকৃতিও আরেও ভালোভাবে বুঝতে পারবেন৷

ঘরে বাইরে খবর

Latest News

ভাটপাড়ায় উদ্ধার তাজা বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ, একে অপরকে নিশানা পার্থ-অর্জুনের ‘‌এক বছর, এক প্রধানমন্ত্রী ফর্মুলা বানাচ্ছে ইন্ডিয়া জোট’‌, আশঙ্কা প্রকাশ মোদীর বিদ্যুৎ বাঁচাতে হাঁসফাঁস গরমে কত ডিগ্রিতে রাখতে হবে এসি? পরামর্শ দিলেন মমতা লন্ডন-আবু ধাবি নয়, অনন্ত-রাধিকার বিবাহ বাসর বসবে অন্য এক রূপকথার শহরে! ইংরেজিতে দুর্বল হওয়ায় ভালো পরীক্ষা দিতে পারেননি, আত্মঘাতী মেডিক্যালের ছাত্রী এক ভারতীয় ক্রিকেটারের সঙ্গে নাকি প্রেম করছেন,সচিনের কোলের মেয়েটিতে চিনতে পারলেন লোকসভা ভোট কোন রাজ্যে কটা আসন পাবে বিজেপি? গুণে গুণে বলে দিলেন মমতা শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC আজব টুইস্ট!এই কেন্দ্রে নিজের প্রার্থী ছেড়ে অন্য দলের প্রার্থীকে ভোটের আপিল কংএর মমতার দেওয়া জমি পছন্দ নয়! মুর্শিদাবাদের স্কুলে দুবছর ধরে বাস ৩৫ পরিবারের

Latest IPL News

শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং 'MS ফিনিশেশ অফ ইন স্টাইল', ধোনিদের হারের ক্ষতে নুন দিল LSG? ভিডিয়ো: দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন লারাকে! যশস্বীর জীবনের অবিস্মরণীয় মুহূর্ত ক্যাপ্টেন রোহিতও রান করেননি,২-৩ বছরে IPL-ও জেতেননি, সেহওয়াগকে পাশে পেলেন হার্দিক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.