সামনেই ভোট কর্ণাটকে। তার আগে, সেখানে বাসবরাজ বোম্মাইয়ের নেতৃত্বাধীন বিজেপি সরকার ৪ শতাংশ ওবিসি মুসলিমদের সংরক্ষণ বাতিল করার পথে হেঁটেছিল। তবে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ৯ মে পর্যন্ত কর্ণাটকে ওই ৪ শতাংশ ওবিসি মুসলিমদের সংরক্ষণ বাতিল হচ্ছে না। কর্ণাটকের বিধানসভা নির্বাচনের আগে, সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত কার্যত স্থগিতাদেশ জারি করেছে সরকারের সিদ্ধান্তে।
সুপ্রিম কোর্ট মঙ্গলবার এক নির্দেশে কর্ণাটকে মুসলিম কোটা নিয়ে বড় বার্তা দেওয়া হয়েছে। বিচারপতি কে এম জোসেফ ও বিভি নাগরত্নার বেঞ্চ জানায় আগামী ৯ মে পর্যন্ত ওবিসি মুসলিমদের নিয়ে যে সংরক্ষণ রয়েছে কর্ণাটকে তা লাগু থাকবে। কোর্ট জানিয়েছে, এই বিষয়ে পরে শুনানি হবে। উল্লেখ্য, এই মামলায় কর্ণাটক সরকারের তরফে কোর্টে প্রতিনিধিত্ব করছেন। তিনি সমলিঙ্গের বিবাহ আইন সংক্রান্ত মামলায় জড়িত থাকার ফলে এই মামলার শুনানি যাতে পিছিয়ে দেওয়া হয়, তার আর্জি জানান। তারপরই এই স্থগিতাদেশ জারি হয়। উল্লেখ্য, কর্ণাটকে ১০ মে রয়েছে ভোট পর্ব। তার আগে, ৯ মে পর্যন্ত এই স্থগিতাদেশ জারি থাকবে।
( এই বীজগুলির তেল মেখে দেখেছেন কখনও? চুল ঘন, লম্বা,জটহীন করতে এটি মোক্ষম অস্ত্র)
এর আগে, ১৩ এপ্রিল মামলার শুনানিতে সরকারি চাকরি ও শিক্ষা ক্ষেত্রে ওবিসি মুসলিমদের অদিকার ছিনিয়ে নেওয়ার প্রসঙ্গে বোম্মাই সরকারের সমালোচন উঠে আসে সুপ্রিম কোর্টের তরফে। প্রসঙ্গত, কর্ণাটকে মুসলিম সংরক্ষণ বাতিল করে ধর্মীয় মেরুকরণ ইস্যু নজর কেড়েছে ভোটমুখী রাজ্যে। লিঙ্গায়েত ভোটব্যাঙ্ক নিয়ে পাখির চোখ রাখা বিজেপির কাছে মুসলিম সংরক্ষণ বাতিল ইস্যুটি বড় বিষয়। উল্লেখ্য, এই ইস্যুতে অমিত শাহ সদ্য বলেছেন, কংগ্রেস মুসলিম ভোটব্যাঙ্কের জন্য এভাবে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চালু করেছে। তাঁর দাবি ছিল, কংগ্রেসের ভুল বিজেপি শুধরেছে। তারপরই এসেছে সুপ্রিম কোর্টের তরফে এই বক্তব্য। এদিকে, সুপ্রিম কোর্ট মঙ্গলবার যে নির্দেশ দিয়েছে, তা পিটিশনরের পক্ষে বলে মন্তব্য করেছেন তুষার মেহতা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup