বাংলা নিউজ > ঘরে বাইরে > মমতাকে বাদ দিয়ে চুপিচুপি শিয়ালদা মেট্রোর উদ্বোধন! স্টেশনেও বিক্ষোভের তোপ মদনের

মমতাকে বাদ দিয়ে চুপিচুপি শিয়ালদা মেট্রোর উদ্বোধন! স্টেশনেও বিক্ষোভের তোপ মদনের

মেট্রো ভবনের বাইরে মদন মিত্রের বিক্ষোভ। (PTI Photo) (PTI)

মদন মিত্রের সাফ কথা, রাতের অন্ধকারে চুপিচুপি শিয়ালদা মেট্রোর উদ্বোধন করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। মেট্রোর পরিষবার মান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। একটু বৃষ্টি পড়লেই মেট্রোর বাতানুকূল ব্যবস্থা বন্ধ হয়ে যায় বলে তাঁর অভিযোগ।

শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্বোধনের কার্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের নাম না থাকা নিয়ে তুমুল বিতর্ক দানা বেঁধেছিল। এবার সেই বিতর্ককে অন্য মাত্রা দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। মেট্রো কর্তৃপক্ষ সম্পর্কে মদনের মন্তব্য কানকাটা, নির্লজ্জ। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মধ্য়েই কেন শিয়ালদা মেট্রোর উদ্বোধন হল সেই প্রশ্ন তুলে কলকাতার মেট্রো ভবনের সামনে তুমুল বিক্ষোভ দেখান মদন মিত্র। 

এদিকে শিয়ালদা মেট্রোর উদ্বোধন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তা নিয়ে মদনের কটাক্ষ, স্মৃতি ইরানি নিজের এডুকেশনের কাগজ বের করতে পারেননি। ওকে নিয়ে কী বলব! এর সঙ্গেই তাঁর সাফ কথা চাইলেই নতুন মেট্রোর উদ্বোধন বন্ধ করে দিতে পারতাম। কিন্তু মানুষের পরিষেবা বন্ধ করতে পারি না আমরা। তবে এবার স্টেশনের বাইরেও বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন মদন মিত্র।

মদন মিত্রের সাফ কথা, রাতের অন্ধকারে চুপিচুপি শিয়ালদা মেট্রোর উদ্বোধন করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। মেট্রোর পরিষবার মান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। একটু বৃষ্টি পড়লেই মেট্রোর বাতানুকূল ব্যবস্থা বন্ধ হয়ে যায় বলে তাঁর অভিযোগ। এর সঙ্গেই তাঁর সংযোজন বিশ্বনেতাদের সঙ্গে যদি বাইডেন, পুতিন কিংবা নরেন্দ্র মোদীর নাম আসে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও আসবে। সেই মমতাকে অপমান করা হয়েছে। ক্ষোভে ফুঁসছেন মদন।

তবে মদন মিত্রের এই ভূমিকাকে ঘিরে তীব্র কটাক্ষ করেছেন বিজেপি নেতৃত্ব।  

বন্ধ করুন